ব্যয় হবে ৬২৮ কোটি ৫৪ লাখ টাকা
দিরাই-শাল্লা-আজমীরিগঞ্জ-জলসুখা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করলেন এমপি জয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৪:১০:১৪ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : হাওরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে পড়া দিরাই-শাল্লা হয়ে আজমীরিগঞ্জ-জলসুখা-রাস্তার দিরাই-শাল্লা অংশের নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন ড. জয়া সেন গুপ্তা এমপি। ৬২৮ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে বৃহৎ এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেন, প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের আজীবনের লালিত স্বপ্ন ছিল ভাটি বাংলার দিরাই -শাল্লা মহাসড়ক। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বিবিয়ানা গ ্যাস ফিল্ডকে কেন্দ্র করে হবিগঞ্জে যে শিল্পাঞ্চল গড়ে উঠছে তার সাথে সুনামগঞ্জের মানুষের সম্পৃক্ততা বৃদ্ধি হবে। ভাটি অঞ্চলের মানুষ বহুমুখি কর্মব ্যবস্থায় প্রবেশ করবে। যা ভাটির পিছিয়ে পড়া মানুষের জীবনের আর্থ সামাজিক উন্নয়ন সাধিত হবে। কৃষি, মৎস ্য, বালু, পাথর সম্পদের
ব্যবহার বৃদ্ধি পাবে। বেকার যুবকের কর্মসংস্থানে অত্র অঞ্চলের গতি প্রকৃতি বাড়িয়ে দেবে। এই প্রকল্পটি শুরু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। দিরাই আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন। সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সওজ সিলেট সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ ফজলে রব্বে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত ও নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম।
উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর, আওয়ামী লীগ নেতা সিরাজুদৌলা তালুকদার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিত রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লা, কালাই মিয়া, নওশের মনির প্রমুখ।