এমপিওভুক্তি নিয়ে বিপাকে রুস্তমপুর কলেজের ৭ শিক্ষক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৫:৪৭:২২ অপরাহ্ন

স্থায়ী নিয়োগ থাকার পরও খন্ডকালীন শিক্ষক চেয়ে বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার : গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ডিগ্রি কলেজে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত শিক্ষক থাকার পরও খন্ডকালীন শিক্ষক চেয়ে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট জামাল উদ্দিন নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। এ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ের নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ তাদের চাকরি নিয়ে বিপাকে পড়েছেন। এ ব্যাপারে তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে স্মারকলিপিও দিয়েছেন। শিক্ষকরা হলেন-বাংলা
বিষয়ের প্রভাষক শাহ আলম খাঁন, হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মোমেনা খন্দকার, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রভাষক জান্নাতুল ফেরদৌস রুমা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক মো. লিয়াকত আলী, যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক মো. জসিম উদ্দিন, মনোবিজ্ঞান বিষয়ের প্রভাষক সামছুজ্জামান ও সহকারী লাইব্রেরীয়ান মো. নজরুল ইসলাম। শিক্ষকদের অভিযোগ, তারা বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবত নিয়মিত পাঠদান ও কলেজের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধিসহ সকল দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু,কলেজটি প্রতিষ্ঠান পর্যায়ে এমপিওভুক্ত হওয়ার পর গত ২৭ ফেব্রুয়ারী, সিলেট জেলা পর্যায়ে বাছাই কমিটি সরেজমিন তদন্ত করে সকল শিক্ষক-কর্মচারীর উপস্থিতিতে কাগজপত্র যাচাই-বাছাই করেন। কিন্তু, গভর্নিং বডির সভাপতি এডভোকেট জামাল উদ্দিন হঠাৎ জেলা কমিটি বরাবরে তাদের এমপিও প্রত্যয়ন না দেওয়ার জন্য লিখিত অনুরোধ করেন। এ খবর জানার পর শিক্ষকবৃন্দ সভাপতির সাথে সাক্ষাৎ করেন। কিন্তু, সভাপতি শিক্ষকদের নিয়োগ না নিয়ে তাদের কাছে বিপুল অর্থ উৎকোচ দাবি করেন এবং উৎকোচ না দিলে এমপিও প্রত্যয়ন দিতে অপারগতা প্রকাশ করেন। এ ব্যাপারে অভিযোগকারী শিক্ষকবৃন্দ গত ১৩ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর
একটি পত্র দাখিল করেছেন। এ পত্রে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল আহমদের স্বাক্ষর সহ সুপারিশ রয়েছে। ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট জামাল উদ্দিন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল আহমদের মতানৈক্যের কারণে এসব শিক্ষকবৃন্দ তাদের বৈধ কাগজপত্র থাকা স্বত্বেও এমপিও প্রত্যয়ন নিয়ে বিপাকে পড়েছেন এবং চাকরি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এ ব্যাপারে গতরাতে দৈনিক সিলেটের ডাক-এর পক্ষ থেকে কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট জামাল উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। রুস্তমপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল আহমদ বলেন, আমরা এই নিয়োগ দিয়েছি। পরবর্তীতে কেউ কেউ রেগুলার এসেছে, আবার কেউ আসেনি। এই বিষয় নিয়ে গভর্নিং বডি এসব শিক্ষকদের সুযোগ দিতে রাজি হচ্ছে না। কামরুল আহমদ জানান, তিনি এরই মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে পদত্যাগ করেছেন।