বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের সভা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন —— অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৩, ৮:২২:০৫ অপরাহ্ন
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রোববার রাতে নগরীর জিন্দাবাজারস্থ একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক ডাঃ শামীমুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সিলেট জেলার সদস্য সচিব ডা. শাহনেওয়াজ, আলোচাসভা ও দোয়া মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক সাজেদুল করিম, এডভোকেট আশিক উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, অধ্যক্ষ সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সাদা দল’র সাবেক সভাপতি, প্রফেসর ড. মোঃ সিদ্দিকুল ইসলাম, শাবিপ্রবির ইউনিট’র যুগ্ম মহাসচিব ড. খায়রুল ইসলাম, অধ্যাপক ডা.শিব্বির আহম্মদ শিবলি, বাংলাদেশ শিক্ষক সমিতির সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ সিফাত আলী, মৌলভীবাজার জেলা শিক্ষক সমিতির সম্পাদক সিহাবুর রহমান, এগ্রিকালচার এসোসিয়েশন সিলেটের দপ্তর সম্পাদক জামিল আহমেদ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বদরুদোজা বদর, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের সভাপতি মোঃ ফরিদ মিয়া প্রমুখ। এছাড়াও আইনজীবী, শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও সিনিয়র পেশাজীবী নেতা অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। পাঠ্যপুস্তকে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মিথ্যা ইতিহাস শিখানো হচ্ছে। তিনি বলেন বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমান আগামীতে দেশ পরিচালনা করবেন। তিনি সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনকে সফল করতে কাজ করার আহবান জানান।-বিজ্ঞপ্তি