সিলেটে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৩, ৮:২৯:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গতকাল সোমবার যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সিলেটে গতকাল সকালে ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী ওএসপি, (বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল।
সিলেট সেনানিবাসের মুজিব চত্বরে তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শান্তিরক্ষী দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তাঁর বলিষ্ঠ নেতৃত্বের ফলে আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। তিনি বলেন, বর্তমানে জাতিসংঘ শান্তি রক্ষা অধিদপ্তরের অধীনে ১৪টি মিশনের মধ্যে ১২টি দেশে অথবা স্থানে দেশের মোট ৭ হাজার ৪৩৬ জন সদস্য প্রত্যক্ষভাবে অংশ গ্রহণ করে বিশ্বের বুকে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করে চলেছেন। যার মধ্যে ৫৭২ জন নারী রয়েছেন।
এছাড়া, শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সর্বমোট ১৬৭ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি মুজিব চত্বর থেকে শুরু হয়ে সিলেট সেনানিবাসের মাল্টিপারপাস সেডে গিয়ে শেষ হয়। র্যালিতে সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ, সেনা সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।