জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ
‘আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই এ সরকারের পতন নিশ্চিত করতে হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩, ৪:১৭:০০ অপরাহ্ন
![<span style='color:#000;font-size:18px;'>জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ</span><br/> ‘আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই এ সরকারের পতন নিশ্চিত করতে হবে’ <span style='color:#000;font-size:18px;'>জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ</span><br/> ‘আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই এ সরকারের পতন নিশ্চিত করতে হবে’](https://sylheterdak.com.bd/wp-content/uploads/2023/05/P-2-29-768x471.jpg)
ডাক ডেস্ক : সিলেটে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-আলোচনা সভা, দুস্থদের মধ্যে খাবার বিতরণ, দোয়া মাহফিল ও শিরণী বিতরণ। কর্মসূচি পালনে পুলিশি বাধার অভিযোগ করেছে সিলেট জেলা বিএনপি।
জেলা বিএনপি: ব্যাপক পুলিশি বাধার মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি পালন করেছে মর্মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিলেট জেলা বিএনপি। শহরতলীর সালুটিকর এলাকায় দলটির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। তবে ব্যাপক পুলিশি বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করেছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, দেশে আজ সেই গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, আইনের শাসন নেই। দ্রব্যমূল্যের কারণে দেশের সাধারণ মানুষ আজ অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছে। এই অবস্থা থেকে দেশবাসীকে মুক্ত করতেই বিএনপি জনগণের ন্যায্য দাবি আদায়ে রাজপথে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। ভয়াবহ পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়ন করার কোন বিকল্প নেই। তাই, রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকে এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করার তাগিদ দেন তিনি।’
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিদেশে বিপুল অর্থ পাচার করার ফলে দেশের অর্থনীতি আজ ভেঙে পড়েছে। তীব্র গরমের মধ্যে লাগামহীন লোডশেডিংয়ের কারণে মানুষ আজ অতিষ্ঠ। একদিকে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না, অন্যদিকে বার বার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। লাগামহীন লুটপাটের কারণে দেশ আজ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে হলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
আলোচনা সভায় অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা রেজাউল হাসান কয়েছ লোদী, ফখরুল ইসলাম ফারুক, গোলাম রব্বানী, মামুনুর রশিদ মামুন, ওয়াহিদুজ্জামান সুফি চৌধুরী, মাহবুব আলম, এড. মোমিনুল ইসলাম মোমিন, রফিকুল ইসলাম শাহপরান, এডভোকেট আল আসলাম মুমিন, আলী আকবর, জালাল খান, মাহবুব আলম, মির্জা সম্রাট, জসিম উদ্দিন, ফজলে রাব্বী আহসান, দেলোয়ার হোসেন দিনার, শাহীন আলম জয়, ডাঃ নাজিম উদ্দিন, এড. ওবায়দুর রহমান ফাহমী, বখতিয়ার আহমদ ইমরান, আহমদ সোলায়মান, রাসেল আহমদ রানা, জামাল উদ্দিন আহমেদ, ইব্রাহিম আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এর আগে, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাদ যোহর হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট জেলা বিএনপি।
মোনাজাতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা, চলমান গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, সহসভাপতি মামুনুর রশিদ মামুন (চাকসু), ইকবাল বাহার চৌধুরী, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, এডভোকেট আবু তাহের, এডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম, রফিকুল ইসলাম শাহপরান, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট মোস্তাক আহমদ, আজিজুর রহমান, জালাল খান, মাহবুব আলম, বাদশা আহমদ, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, ডাঃ নাজিম উদ্দিন, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমী, নাজিম উদ্দিন পান্না, শামসুর রহমান সুজা, বখতিয়ার আহমদ ইমরান, আহমদ সোলায়মান, রায়হান এইচ খাঁন, আক্তার হোসেন রাজু, হাসান মঈন উদ্দিন আহমদ, জসিম উদ্দিন, সুহেল ইবনে রাজা প্রমুখ।
মহানগর বিএনপি: সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্র ও শহীদ জিয়া একই সূত্রে গাঁথা। জিয়াউর রহমানের সুযোগ্য নেতত্ব এবং সুশাসনকে ইতিহাসের সোনালী অধ্যায় হিসেবে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে। শহীদ জিয়ার সুযোগ্য সহধর্মিণী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ইতিহাস সৃষ্টি করেছেন। জাতির এই ক্রান্তিলগ্নে জিয়াউর রহমানের জীবন থেকে শিক্ষা নিয়ে জাতিকে রক্ষার দৃঢ় শপথ নিতে হবে।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহ্বায়ক ডা. শামীমুর রহমান, শহীদ জিয়া স্মৃতি পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজাউল করিম ইমন।
নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন (চাকসু), মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সৈয়দ মিসবাহ উদ্দিন, নজিবুর রহমান নজিব, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব কাদির শাহী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুকুল আহমদ মুর্শেদ, হুমায়ুন আহমদ মাসুক, আখতার রশিদ চৌধুরী, আফজাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক দিনার খান হাসু, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, সাবেক মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা স¤্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফসর খান, মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দিন মাসুম, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর জাসাসের সদস্য সচিব রাসেল রানা, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, বিএনপি নেতা মফিজুর রহমান জুবেদ, মানিক মিয়া, লুৎফুর রহমান, মহানগর বিভিন্ন ওয়ার্ড সভাপতিদের মধ্য থেকে লুৎফুর রহমান চৌধুরী, নাজিম উদ্দিন, আব্দুল হাকিম, শোয়াইবুর রহমান সুয়েব, লুৎফুর রহমান মোহন, মঞ্জুর আহমদ মঞ্জু, খায়রুল ইসলাম খায়ের, রহিম মল্লিক, মো: বাচ্চু, মিজান আহমদ, বিভিন্ন ওয়ার্ড সাধারণ সম্পাদকদের মধ্যে থেকে মামুন ইবনে রাজ্জাক রাসেল, এস.এম সায়েম, মিনহাজ পাঠান, রুবেল বক্স, ছাব্বির আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, আবু সাঈদ মোঃ তায়েফ, বেলাল আহমদ, আব্দুস সবুর রাসেল, রুম্মান আহমদ, আব্দুল আজিজ লাকি, লোকমানুজ্জামান, আব্দুল মালিক সেকু, রফিকুল ইসলাম রফিক, রহিম আলী রাসু, সুলেমান হোসেন সুমন, ওয়ার্ড সাংগঠনিক সম্পাদকদের মধ্যে থেকে রাসেল আহমদ খান, আব্দুল মুনতাসির চৌধুরী সাব্বিহ, মঈন খান ও নুরুল ইসলাম লিমন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য সম্পাদক ডা: আশরাফ আলী।
অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য-দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু, মরহুম আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনা ও দেশ-জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিক উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল। গতকাল মঙ্গলবার বাদ আছর হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব শাকিল মোর্শেদের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন- সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান। এসময় উপস্থিত ছিলেন মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আবু আহমদ আনসারী, নুরুল হক দিপু, আব্দুল হাশিম জাকারিয়া, সৈয়দ আমির আলী, যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব। সদস্য কামরুজ্জামান দিপু, মিসবাউর রহমান, দেওয়ান রেজা মজিদ, মিছবা আহমদ জেহীন, মেহেদী হাসান সপু প্রমুখ।