গোলাপগঞ্জে বিরাট গণসমাবেশ
বিএনপি-জামায়াত জোট যাতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে —- নুরুল ইসলাম নাহিদ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৩, ৪:৩৮:২৮ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আগামীতে স্বাধীনতা বিরোধী, নৈরাজ্যবাদী বিএনপি-জামায়াত জোট যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের অগ্রগতি ও সংহতি রক্ষার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। তিনি আরো বলেন, দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আগামী দিনেও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জে আয়োজিত গণমিছিল শেষে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে তিনি আরো বলেন, আওয়ামীলীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। এখন আওয়ামীলীগের নেতৃত্বে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি, আগামীতে উন্নত রাষ্ট্রে পরিণত হব। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ^বাজারের মন্দাভাবের জন্য বাজারে দ্রব্যমূল্যের উর্ধগতি। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করেছি। কর্ণফুলি ট্যানেল নির্মাণ ও মেট্রোরেলের মতো মেঘা প্রজেক্ট বাস্তবায়নে সক্ষম হয়েছি।
গোলাপগঞ্জের সর্বস্তরের নাগরিকের উদ্যোগে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে গোলাপগঞ্জ পৌর শহরের দাড়িপাতন চত্ত্বর থেকে আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়রের নেতৃত্বে আয়োজিত গণমিছিলটি চৌমুহনী নুর ম্যানশনের সামনে এসে গণসমাবেশে রূপ নেয়।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখরের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ,সহ-সভাপতি জহির উদ্দিন মাস্টার, গোলাপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, লন্ডন যুবলীগের যুগ্ম সম্পাদক তারেক আহমদ, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ।
এ সময় অন্যদের মধ্যে জেলা পরিষদ সদস্য ফয়জুল ইসলাম ফয়সল, উপজেলা আওয়ামীলীগ নেতা আলীম উদ্দিন বাবলু, নাজিমুল হক লস্কর, আব্দুল মন্নান, আর্জমন্দ আলী, ফুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হানিফ খান, হোসেন আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিন, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী কামরান আহমদ, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি তাজুল ইসলাম, সেক্রেটারী মান্না আহমদ, পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুল মাজিদ শাওনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।