আসামীদের গ্রেফতার দাবি
ফিলিং স্টেশনে হামলার প্রতিবাদে নগরীতে ট্যাকলরি মিছিল, স্মারকলিপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩, ৪:২১:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ‘ছাত্রলীগ পরিচয়ে’ একটি সিএনজি ফিলিং স্টেশনে হামলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন জ্বালানি ব্যবসায়ীরা। সিলেট বিভাগীয় ট্যাঙ্কলির শ্রমিক ইউনিয়ন ও মালিক শ্রমিক পরিষদ এর ব্যানারে গতকাল বুধবার তারা সিলেট জেলা প্রশাসক বরাবরে ৬টি দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। এদিন সকালে নগরীর সোবহানীঘাট এলাকা থেকে হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত প্রায় তিনশতাধিক গাড়ি নিয়ে মিছিল করেন তারা।
সিলেট বিভাগীয় ট্যাঙ্কলির শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন বলেন, ফিলিং স্টেশনে হামলায় জেলা প্রশাসক বরাবরে আমরা ৬টি লিখিত দাবি পেশ করেছি। সেগুলো হলো- পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করা, মালিক শ্রমিকদের নিরাপত্তা, সন্ত্রাসীদের শান্তি নিশ্চিত, শাহপরাণ (রহ:) থানার ওসিকে প্রত্যাহার, ফিলিং স্টেশন ও ট্যাংকলরির থেকে চাঁদাবাজি বন্ধ ও দাবি মানা না হলে পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, ট্যাংকলরি শ্রমিকদের রোববার সকাল ৬টা থেকে কর্মবিরতি।
সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বলেন, হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমাদের দাবিগুলো না মানা হলে আগামী রোববার সকাল ৬টা থেকে পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, ট্যাংকলরি পরিবহনের শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন।
এর আগে ২৬মে সকালে সিলেট-তামাবিল মহাসড়কের পীরেরবাজারে আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। তেল না দেয়ায় ছাত্রলীগ পরিচয়ধারীরা এ হামলা চালায় বলে আন্দোলনকারীদের অভিয্গো।
অভিযোগ রয়েছে, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মালিকানাধীন আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে লাইন ভেঙে গ্যাস না দেওয়ায় কিছু দুর্বৃত্ত স্টেশনের নজেলম্যান রাজু ও বাদশার ওপর হামলা চালায়। হামলাকারীরা সংখ্যায় ছিল ৬-৭ জন। তারা নিজেদের ‘ছাত্রলীগের কর্মী’ পরিচয় দিয়ে জোর করে সিরিয়াল ভেঙে গ্যাস নিতে চায়। এ সময় দায়িত্বরত কর্মচারীরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। মারধরের দৃশ্য এবং হামলাকারীদের মুখ সিসিটিভি ফুটেজে রেকর্ড রয়েছে। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে শাহপরান (রহ:) থানায় মামলা হয়েছে।