দুর্বার আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন হবে ——– কাইয়ুম চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩, ৪:২৪:৪১ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয় জীবনের চলমান সংকটে জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। গণতন্ত্র এবং জনগণের অধিকার সুরক্ষায় ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা পুন:প্রতিষ্ঠা করেছে। জনগণের ন্যায্য দাবি আদায়ে রাজপথে গণতান্ত্রিক আন্দোলন চলছে। কোন বাধা বিপত্তিতে চলমান আন্দোলন থামবে না। এ সরকারের পতন রাজপথের দুর্বার আন্দোলনে নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
গতকাল বুধবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত দুই দিনের কর্মসূচির শেষ দিনে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাবার বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, ড্যাব সিলেটের সভাপতি ডাঃ নাজমুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি হাজী শাহাব উদ্দিন আহমদ, ফখরুল ইসলাম ফারুক, গোলাম রব্বানী, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, তাজরুল ইসলাম তাজুল, এডভোকেট আবু তাহের, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, কোহিনুর আহমদ, রফিকুল ইসলাম শাহপরান, কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
এমরান চৌধুরী বলেন, সরকার বিএনপির কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচিতে বাধা দিচ্ছে। এ সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত জিয়ার সৈনিকরা ঘরে ফিরে যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক এডভোকেট আল আসলাম মুমিন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, মৎস্য উন্নয়ন বিষয়ক সম্পাদক জালাল খান, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ ও মনিরুল ইসলাম তুরন, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওবায়দুর রহমান ফাহমী, সহ কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সহ ধর্ম বিষয়ক আহমদ সোলায়মান, সহ ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক রায়হান এইচ খাঁন, জেলা বিএনপির উপদেষ্টা নুরুল আমিন দুলু, সদস্য রেজাউল করিম রায়হান, সাদিকুর রহমান টিপু, সুহেল ইবনে রাজা, বিএনপি নেতা আব্দুল লতিফ খাঁন, ময়নুল ইসলাম মঞ্জু, এনামুল হক, মকসুদুল করিম নুহেল, রায়হানুল হক, তোফায়েল আহমেদ, আবু বকর সিদ্দিক, আব্দুল মজিদ, এড. মোবারক হোসেন, রিফল আহমদ, রাসেল আহমদ, শ্রমিক নেতা ফয়সাল আহমদ, আব্দুর রহমান, জীলানী আহমেদ, ইলাছ মিয়া প্রমুখ।
জিয়াউর রহমান আমৃত্যু মানবতার কল্যাণে কাজ করেছেন ঃ নাসিম হোসাইন
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমৃত্যু মানবতার কল্যাণে কাজ করেছেন। তিনি ধনী-গরিবের ব্যবধান দূর করে ক্ষুধা-দারিদ্র মুক্ত সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তা জিয়াকে হত্যা করেছিল। তিনি বলেন, আওয়ামী দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট হয়ে গণতন্ত্র আজ ধ্বংসের সম্মুখীন। এজন্য গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপি নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
গতকাল বুধবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত দু’দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে নগরীর বিভিন্ন ইয়াতিম খানায় রান্না করা খাবার বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক দিনার খান হাসু, সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুর হোসেন মঞ্জু, ১৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য তছির আলী, দুলাল আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম রহমান মৌসুম ও ইমাদ উদ্দিন রুজেল প্রমুখ।
সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল। গতকাল বুধবার বাদ আছর নগরীর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে দোয়া মাহফিলে জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। নিখোঁজ এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ি চালক আনসার আলীসহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা ও দেশ-জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আকতার আহমদ, তোফাজ্জল হোসেন বেলাল, মিজানুর রহমান নেছার, কয়েস আহমদ, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মকসুদুল করিম নোহেল, এস এনামুল হক চৌধুরী শামিম ও এম পলাশ প্রমুখ।