ব্রিফিংয়ে এসএমপি কমিশনারের তথ্য
৭ হাজার টাকার জন্য সবজি ব্যবসায়ী খুন, গ্রেফতার ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২৩, ৫:৪৪:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীতে ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মিরের ময়দানস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন এসএমপি কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার) পিপিএম।
পুলিশ কমিশনার আরো জানান, গতকাল ভোর ৫টা ২০ মিনিটের দিকে ধোপাদিঘীর পূর্ব পাড়স্থ সৈয়দ চান্দ আহমদ চিশতিয়া মাজারের সামনে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা সবজি ব্যবসায়ী গোবিন্দ দাসকে পথরোধ করে ছুরিকাঘাত করে এবং সাথে থাকা নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে পথচারীরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ কমিশনার জানান, খবর পেয়েই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এসএমপি’র একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে-শিবগঞ্জ সাদিপুরের সেলিম মিয়ার পুত্র রাহাত রাব্বি (২০), একই এলাকার রিন্টু দাসের পুত্র সৌরভ দাস (১৯) এবং ভাটাটিকর ১নং রোডের আলমাছ মিয়ার পুত্র আতিকুর রহমান শুভ (১৯)।
ব্রিফিংয়ে এসএমপি কমিশনার জানান, গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ ৪ হাজার ৩শ’ টাকা ও একটি চাকু উদ্ধার হয়েছে। অপর আসামীদের গ্রেফতার ও ছিনতাইকৃত বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে। খুনের ঘটনায় ইতোমধ্যে ভিকটিমের বড় ভাই জনার্দন সরকার বাদী হয়ে কতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন বলে জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।