ছাতকে লাফার্জ-হোলসিমের সবজি চাষাবাদের প্রশিক্ষণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৩, ১:০৭:৩৯ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ ছাতকে লাফার্জ-হোলসিম এর উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়া’র সার্বিক সহযোগিতায় সিডি বিল্ডিং এ মাঠ ফসল ও শাকসবজি চাষাবাদের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ও গত মঙ্গলবার দুটি ব্যচে মোট ৬৬ জন (৩ জন নারী ৬৩ জন পুরুষ) কৃষক প্রশিক্ষণে অংশ নেন।
অংশগ্রহণকারীদের নানাবিধ পরামর্শ ও উপদেশ প্রদান করেন ছাতক উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। প্রশিক্ষণে মাঁচা ও বেড পদ্ধতিতে সবজিচাষ, আধুনিক উপায়ে সবজি চাষ, সবজি ও বোরো ধানের আধুনিক জাতের পরিচিতি ও বৈশিষ্ট্য, আধুনিক উপায়ে বোরো ধান চাষাবাদ, সবজি ও অন্যান্য শস্যের পোকা দমন পদ্ধতি, জৈব সার ব্যবস্থাপনা ও রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব ছাড়াও স্থানীয় পর্যায়ে ছাতকে যে সকল শষ্য ও সবজির চাহিদা রয়েছে এবং এলাকার মাটির গুণাগুণ ও ওই মাটিতে যেসব সবজি ও মাঠফসল আবাদে ভালো ফলাফল পাওয়া যায় সেসব বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে লাফার্জ হোলসিম বাংলাদেশ এর কান্ট্রি এনভায়রনমেন্ট ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন ও সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ উল্লাহ উপস্থিত ছিলেন।