২ দিনব্যাপী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব শেষ হচ্ছে আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৩, ১:০৮:৫৬ অপরাহ্ন
শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৩তম তিরোধান উৎসব উদযাপন উপলক্ষে মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়ী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও আশ্রমে ২ দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালা আজ শেষ হচ্ছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় শুভ অধিবাস, সাড়ে ৭টায় লোকনাথ ভক্তবৃন্দের কীর্ত্তনীদলের পরিবেশনায় সমবেত প্রার্থনা ও হরিনাম সংকীর্তন শুরু হয়।
উৎসবের দ্বিতীয় দিন আজ শনিবার ভোর ৬টায় লোকনাথ ভক্তবৃন্দের কীর্ত্তনীদলের পরিবেশনায় ঊষা কীর্তন, সকাল সাড়ে ৭টায় শ্রীমা সারদা সংঘ সিলেটের সেবাব্রতীদের পরিবেশনায় সমবেত গীতা পারায়ণ, সকাল ৮টায় বিশেষ পূজারম্ভ, ৯টায় বাল্যভোগ নিবেদন, সাড়ে ৯টায় অঞ্জলি প্রদান, সকাল ১০টায় বিশ্বশান্তিকল্পে সমবেত মৌনধ্যান (যার যার ইষ্টমন্ত্র জপ), দুপুর ১টায় রাজভোগ নিবেদন, দেড়টায় মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টায় আরত্রিক কীর্তন ও বিশেষ প্রার্থনা।
তিরোধান উৎসবে উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন শ্রীহট্ট লোকনাথ ভক্তবৃন্দ পরিষদ সিলেটের সভাপতি দিবাকর ধর রাম, সাধারণ সম্পাদক ডাঃ সুধাময় মজুমদার ও ১৩৩তম তিরোধান উৎসব উদযাপন উপ-পরিষদের আহবায়ক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ।-বিজ্ঞপ্তি