শাবিসহ দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৩, ১:২০:০৯ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নেবেন ১ লাখ ৬৬ হাজার ৯শ’ ৩৩ জন পরীক্ষার্থী। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন শাবি’র ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম।
তিনি জানান, ইতিমধ্যে গুচ্ছের ‘বি’ এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি ফলাফলও প্রকাশিত হয়েছে। শনিবার এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে, দেশব্যাপী ২০ মে ‘বি’ ইউনিটের এবং ২৭ মে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।