ভারতের সঞ্চালন লাইন হয়ে নেপালের বিদ্যুৎ আসবে দেশে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৩, ১:২৭:১০ অপরাহ্ন
ডাক ডেস্ক : নেপাল থেকে বিদ্যুৎ কিনছে বাংলাদেশ। ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে দেশে আনা হবে বিদ্যুৎ। বিষয়টি এত দিন থেমে থাকলেও সবুজ সংকেত দিয়েছে ভারত সরকার। ভারতের সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ওরফে প্রচন্ড ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে এ সংক্রান্ত ত্রিপক্ষীয় চুক্তিতে রাজি হয়েছে ভারত।
ভারত প্রথমবারের মতো এ ধরনের চুক্তিতে রাজি হওয়ায় বিদ্যুৎ বাণিজ্য উন্মুক্ত করার ক্ষেত্রে উপ-আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার জন্য ভারত ও নেপাল পারস্পরিক যোগাযোগ, জলবিদ্যুৎ, পেট্রোলিয়াম অবকাঠামো, আন্তঃসীমান্ত লেনদেন ব্যবস্থা ও সমন্বিত তল্লাশি চৌকি নির্মাণ-সংক্রান্ত সাতটি চুক্তি সই করেছে।
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোত্রা বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতীয় সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে যেতে দেওয়া। এ ছাড়া আঞ্চলিক সংযোগকে জোরদার করার অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে জ্বালানি ও বিদ্যুৎ বাণিজ্য ব্যবহারের চমৎকার সুযোগ রয়েছে।’