প্রতীক পাবার পর কাউন্সিলর প্রার্থীদেরও প্রচারণা শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৩, ১:৫৪:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী অফিস উদ্বোধন শেষে গণসংযোগ শুরু করে দিয়েছেন। গতকাল শুক্রবার প্রতীক পাবার পর থেকে অনেক প্রার্থী সমর্থকদের সাথে নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় নিজ নিজ ওয়ার্ডে গণসংযোগ করে সময় পার করেছেন। গণসংযোগকালে তারা ভোটের পাশাপাশি ওয়ার্ডবাসীর দোয়া কামনা করেছেন।
সৈয়দ তৌফিকুল হাদী : প্রতীক বরাদ্দের পর গতকাল শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল (রা:) মাজার জিয়ারত ও দোয়া মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে ঝুড়ি’ মার্কার সমর্থনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ১নম্বর ওয়ার্ডের প্রার্থী সৈয়দ তৌফিকুল হাদী। সংযোগকালে তিনি ভোট চেয়ে সবার দোয়া কামনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরুব্বী, ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
আনোয়ারুছ সাদাত : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আনোয়ারুছ সাদাতের টিফিন ক্যারিয়ার-এর সমর্থনে প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকাল শুক্রবার প্রথম শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে রাজারগলি, দর্শন দেউড়ী, পায়রা, আম্বরখানা, দরগাবাজারসহ বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন।
বাদ আসর দরগাবাজারে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নিজস্ব নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। রাজারগলি সমাজকল্যাণ সংঘের সভাপতি মাসুদ আহমদ আফতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি জেবুল হোসেন ফাহিম, সহ সাধারণ সম্পাদক বদরুল ইসলাম রুমান, সৈয়দ রাজন আহমদ, অমরুল ইসলাম লিটন, অর্থ সম্পাদক নাসির উদ্দিন ফয়ছল, প্রেস এন্ড মিডিয়া সম্পাদক মো: ফয়ছল হোসেন।
রেজওয়ান আহমদ : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজওয়ান আহমদ ঝুড়ি প্রতীক পেয়েছেন। গতকাল শুক্রবার প্রতীক পাবার পর তাকে ঝুড়ি প্রতীকে ভোট দিয়ে আবারও ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দানের জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন। এসময় ওয়ার্ডবাসীর অনেকেই উপস্থিত ছিলেন।
আফতাব হোসেন খান : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খান ঘুড়ি প্রতীক পেয়েছেন। গতকাল শুক্রবার ঘুড়ি প্রতীকে ভোট দিয়ে আবারও ৭নম্বর ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দানের জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন তিনি। এসময় সাথে ছিলেন ৭নম্বর ওয়ার্ডের অনেকে।
ইলিয়াছুর রহমান : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইলিয়াছুর রহমান ঝুড়ি প্রতীক পেয়েছেন। প্রতীক পেয়ে গতকাল শুক্রবার তাকে ঝুড়ি প্রতীকে ভোট দিয়ে আবারও ৮নম্বর ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দানের জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
রকিবুল ইসলাম ঝলক : সিটি কর্পোরেশন নির্বাচনে ১১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, বর্তমান কাউন্সিল রকিবুল ইসলাম ঝলক গণসংযোগ করেছেন। গতকাল শুক্রবার দুপুরে লালাদিঘিরপার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে সমর্থকদের সাথে নিয়ে তিনি লালাদিঘির পার, কুয়ারপার, বিলপার, লামাবাজার, রিকাবী বাজার, ভাতালিয়া, কাজল শাহ, মেডিকেলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ঠেলাগাড়ি মার্কায় ভোট চেয়েছেন। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আশরাফ খান : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, আশরাফ খানের নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, খতমে কুরআন ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার বাদ আছর নগরীর চারাদিঘিরপারে অনুষ্ঠিত হয়। এলাকার মুরব্বি হাজী সিদ্দিক আলীর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আয়াতুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি শাহদাত হোসেন সরকার, হারুন আহমদ, সাহেদ আহমদ, আমিরুল ইসলাম খান, সিদ্দিক আহমদ, বাচ্চু আহমদ, আব্দুল বশর, যুব সমাজের মধ্যে আনার মিয়া, শহীদ আহমদ, ফয়ছল আহমদ, আব্দুন নূর, রফিক আহমদ, আসআদ আহমদ, মাওলানা আব্দুস সালাম, মিলাদ আহমদ, আল আমিন খান, ঈসা খান, রুমান খান, সালমান আহমদ প্রমুখ। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা শামীম আহমদ। শেষে দোয়া পরিচালনা করেন মজলিস আমিন চারাদিঘির পার জামে মসজিদের ইমাম মাওলানা আসআদ উদ্দিন দরবস্তী। এর আগে দুপুরে সমর্থকদের সাথে নিয়ে গণসংযোগকালে ঠেলাগাড়ি মার্কায় ভোট চেয়েছেন।
এস এম তৌহিদ হোসেন : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এস এম তৌহিদ হোসেন ঠেলা গাড়ি প্রতীক পেয়েছেন। প্রতীক পেয়ে গতকাল শুক্রবার ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দানের জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন।
ফজলে রাব্বী চৌধুরী : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ফজলে রাব্বী চৌধুরী মিষ্টি কুমড়া প্রতীক পেয়ে ভোট চেয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দানের জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
তৌফিক বক্স লিপন : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তৌফিক বক্স লিপন ঠেলা গাড়ি প্রতীক পেয়ে ২৬ নম্বর ওয়ার্ডবাসীর দোয়া চেয়েছেন। প্রতীক পাবার পর গতকাল শুক্রবার দুপুরে ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দানের জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন।
জাহাঙ্গীর আলম : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম ঘুড়ি প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। সন্ধ্যায় নগরীর মেজরটিলা বাজারস্থ টেক্সটাইল রোডে তার নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।