নৌকার সমর্থনে গণসংযোগ
ব্যবসায়ীদের যেকোন প্রয়োজনে সব সময় পাশে পাবেন ——-আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৩, ৪:৩৭:১১ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সিলেটের বিভিন্ন স্থানে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগকালে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার। সরকার ব্যবসায়ীদের সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়ে ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমিও ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবো। তিনি বলেন, ব্যবসায়ীদের যেকোন প্রয়োজনে আমাকে সব সময় পাশে পাবেন। মেয়র নির্বাচিত হলে ব্যবসাবান্ধব সিলেট গড়ে তুলবো। তিনি গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক গণসংযোগকালে বক্তৃতা করেন।
গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনোয়ারুজ্জামান চৌধুরী। সংগঠনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাজোয়ান আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী গাজী জাফর সাদেক কয়েস, সাবেক অধ্যক্ষ সিরাজুল হক সিরাজ, বিশিষ্ট আইনজীবী এডভোকেট সামসুজ্জামান জামান, বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ, হুমায়ুন আহমদ, এডভোকেট নাদিম রহমান, সাব্বির আহমদ, মনির আহমদসহ নেতৃবৃন্দ। এরপূর্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আনোয়ারুজ্জামানের পক্ষে নগরীতে লিফলেট বিতরণ ও নির্বাচনী ক্যাম্পে লিফলেট প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল কাদির, সাদিকুর রহমান সাদিক, খন্দকার মহসিন কামরান, দবির আলী, মোঃ ছয়েফ খান, নুরুল হুদা চৌধুরী কয়েছ, মোঃ মানিক মিয়া, ফয়সল কাদির পাওয়েল, শাহান আহমদ চৌধুরী, বিপ্র দাস বিশু বিক্রম, আব্দুল কাইয়ুম জুয়েল।
এদিকে, সিলেট সিটি কর্পোরেশনের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে সেনা সদস্যের নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি নিহতের ঘটনায় শোকপ্রকাশ করেন এবং স্থানীয় ব্যবসায়ীসহ সবাইকে সান্ত¦না দিয়ে ধৈর্য্য ধরার আহবান জানান।
এদিকে, গতকাল শনিবার বিকেলে আনোয়ারুজ্জামান চৌধুরী নগরীর বলরাম আখড়া, মণিপুরী লোকনাথ মন্দির, কালীঘাট কালী মন্দিরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পরিদর্শনে আগত ভক্ত ও পুণ্যার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি বলেন, সিলেট সম্প্রীতির নগরী, এখানে ধর্মীয়, রাজনীতিসহ সকল ক্ষেত্রে সম্প্রীতি বিরাজমান। সাম্প্রদায়িক সম্প্রীতির আধ্যাত্মিক নগরী সিলেটের এই ঐতিহ্য ধরে রাখতে সিলেটের প্রতিটি নাগরিক আন্তরিকভাবে কাজ করছেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী,বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, এড রঞ্জিত সরকার প্রমুখ।