জাতীয় চা দিবস আজ
বঙ্গবন্ধুর অবদানকে স্মরণীয় রাখতে জাতীয় চা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত ¬শ্রীমঙ্গলে ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৩, ৪:৪০:০৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণীয় করে রাখতে দেশে তৃতীয়বারের মত ৪ জুন ‘জাতীয় চা দিবস’ উদযাপন এবং প্রথমবারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ প্রদান করা হবে।
গতকাল শনিবার বিকেল ৫টায় শ্রীমঙ্গলস্থ টি রিসোর্ট এন্ড মিউজিয়ামে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ চা বোর্ড এর উদ্যোগে ‘তৃতীয় জাতীয় চা দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ সময় তিনি বলেন, এ বছর চা শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন চা শ্রমিকদের প্রত্যক্ষ অংশগ্রহণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চায়ের রাজধানী বলে পরিচিত শ্রীমঙ্গলে জাতীয় চা দিবসের মূল অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, চা শিল্পে অবদানের আট ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি এবং ব্যক্তিকে পুরস্কারের ট্রফি এবং সনদ তুলে দেওয়া হবে। তার মধ্যে সর্বোচ্চ চা উৎপাদনের রেকর্ড গড়ায় ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা বাগান, মধুপুর চা বাগান, চা রপ্তানিতে আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস, উত্তরবঙ্গের পঞ্চগড় এলাকায় শ্রেষ্ঠ ক্ষুদ্রায়াতন চা বাগান থেকে চা উৎপাদন রেকর্ড গড়ায় আনোয়ার সাহাদাত স¤্রাট, শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান “চা কলাহাট
পঞ্চগড়”, শ্রমিকদের নানা সুবিধা দিয়ে চা উৎপাদন রেকর্ড গড়ায় জেরিন চা বাগান শ্রীমঙ্গল, বৈচিত্র্যময় চা পণ্য তৈরি করায় কাজী এন্ড কাজী টি তেঁতুলিয়া পঞ্চগড়, দৃষ্টিনন্দন মানসম্মত চা সুন্দর মোড়কে বাজারজাত করায় ঠাকুরগাঁও এলাকার সুলতান টি, শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী নেপচুন চা বাগানের উপলক্ষী ত্রিপুরা। এই আট ব্যক্তি ও প্রতিষ্ঠানের পুরস্কার হিসেবে ট্রফি ও সনদ তুলে দেয়া হবে।
এদিকে, আজ রোববার সকাল ১০ টায় শ্রীমঙ্গল বিটিআরআই উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি উদযাপনের আয়োজন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী জাতীয় চা দিবস-২০২৩ এর উদ্বোধন
করবেন। এর আগে আলোচনা সভা শুরু হবে। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের চা প্রদর্শন করা হবে। এছাড়াও, বঙ্গবন্ধু প্যাভেলিয়ন এবং শ্রীমঙ্গলস্থ টি মিউজিয়ামের ক্ষিত চা শিল্পের দুর্লভ জিনিসপত্র প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম ।
উল্লেখ্য, জাতির পিতা চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় চা শিল্পের উন্নয়নে তার দিকনির্দেশনায় ১৯৫৭ সালে শ্রীমঙ্গলে চা গবেষণা ইনস্টিটিউট এবং ঢাকার মতিঝিলে চা বোর্ডের কার্যালয় স্থাপিত হয়। তাই চা শিল্পে জাতির পিতার অবদান এবং চা বোর্ডে যোগদানের তারিখকে স্মরণীয় করতে ২০২০ সালের ২০ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৪ জুনকে জাতীয় চা দিবস ঘোষণা করা হয়।