সিসিকের ভবন থেকে লোহার পাইপ পড়ে সেনা সদস্যের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৩, ৪:৪৫:৫০ অপরাহ্ন
# জিজ্ঞাসাবাদের জন্য ১৭ জন পুলিশ হেফাজতে # ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্মাণাধীন বহুতল ভবন থেকে লোহার পাইপ ছিটকে পড়ে দেলোয়ার হোসেন নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন। তার বাড়ি মেহেরপুর জেলার রাংনি থানার জগিরগোফার রায়পুর গ্রামে। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে সিটি কর্পোরেশনের মূল ভবন লাগোয়া সিটি সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। অন্যদিকে ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নির্মাণ সংশ্লিষ্ট ১৭ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সিসিকের প্রধান প্রকৌশলীকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে সিসিক।
সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল শনিবার বিকেল তিনটার দিকে সিটি সুপার মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছিলেন ল্যান্স কর্পোরাল দেলোয়ার হোসেন। এ সময় সিটি কর্পোরেশনের মালিকানাধীন ১২ তলাবিশিষ্ট নির্মানাধীন ভবনের ছাদ থেকে হঠাৎ করেই একটি লোহার পাইপ ওই সেনা সদস্যের মাথায় এসে পড়ে। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী দ্রুত ঘটনাস্থলে যান। এ ঘটনায় তিনি নিহত সেনা সদস্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, এ ঘটনা তদন্তে শনিবার সন্ধ্যায় তাৎক্ষনিক ৭ সদস্যের কমিটি গঠন করে নগর কর্তৃপক্ষ। সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
কমিটির অন্য সদস্যরা হলেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, সিসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর ও রুহুল আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায় এবং সিসিকের নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান (সদস্য সচিব)।
কতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, নিহত দেলোয়ার হোসেন একজন সেনা সদস্য। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এরই মধ্যে শ্রমিকসহ সংশ্লিষ্ট ১৭জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে।