লিডিং ইউনিভার্সিটিতে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি সংবর্ধনা কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৩, ১১:৩১:০৯ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটিতে
উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ
কৃতি সংবর্ধনা কাল
ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটিতে সিলেট শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক/সমমান উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দৈনিক প্রথম আলোর সহযোগিতায় আগামীকাল মঙ্গলবার দক্ষিণ সুরমার রাগীবনগরস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল হাই, মিসেস সাদিকা জান্নাত চৌধুরী এবং লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান আলোচক হিসেবে থাকবেন দৈনিক প্রথম আলো’র ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
অনুষ্ঠানে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আগামীকাল মঙ্গলবার নগরীর তালতলা এলাকার সুরমা টাওয়ারের সামনে থেকে সকাল ১০টায় লিডিং ইউনিভার্সিটির বাস ছাড়বে। প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে ০১৩১৮২৪৭১৯৫, ০১৭১৬৮৭১১৮৮, ০১৩১৩০৮৪৪৯৯ নম্বরে।
উল্লেখ্য, নিবন্ধনকৃত শিক্ষার্থীরা লিডিং ইউনিভার্সিটির যেকোন প্রোগ্রামে ভর্তি হলে ভর্তি ফিতে শতকরা ২০ ভাগ ছাড় দেয়া হবে।