বাবুল মেয়র নির্বাচিত হলে নগরীর রূপ পাল্টে যাবে ঃ আতিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৩, ১১:৩৭:৩৭ অপরাহ্ন
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, নজরুল ইসলাম বাবুল মেয়র নির্বাচিত হলে এই নগরীর রূপ পাল্টে যাবে। লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাঁকে মেয়র নির্বাচিত করলে সিটি কর্পোরেশনে সবধরণের দুর্নীতি ও লুটপাট বন্ধ করা হবে।
গতকাল সোমবার রাতে নগরীর করেরপাড়ায় ৮নং ওয়ার্ডবাসীর উদ্যোগে শ্রীহট্ট সৎসঙ্গ বিহার মন্দিরের সামনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলের লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ৮নং ওয়ার্ডের বিশিষ্ট যুব নেতা সুশংক দাস শংকরের সভাপতিত্বে পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়
পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম শাহজাদা, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুশ শহীদ লস্কর বশির, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মর্তুজা আহমদ চৌধুরী। জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল তার বক্তব্যে বলেন, মিথ্যা আশ্বাসে আমি বিশ্বাস করি না। মেয়র নির্বাচিত হলে ওয়ার্ডগুলোকে নিয়ে একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে এই নগরীকে একটি নান্দনিক নগরীতে রূপান্তরিত করবো।-বিজ্ঞপ্তি