উত্তরণ প্রকল্প
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলেন সিলেট বিভাগের ৩ হাজার যুবক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৩, ১১:৫৭:১৭ অপরাহ্ন
কর্মসংস্থান হয়েছে শতকরা ৭০ ভাগের
স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগের তিন জেলার প্রায় তিন হাজার যুবক উত্তরণ প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেয়েছেন। এর মধ্যে শতকরা ৭০ ভাগের কর্মসংস্থান হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাদেশে তেল গ্যাস অনুসন্ধান ও উন্নয়নে নিয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল কোম্পানি শেভরন বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় দেশের শীর্ষ এনজিও সংস্থা সুইস কন্টাক্টের উদ্যোগে পরিচালিত হয়েছে এ প্রশিক্ষণ।
সুইস কন্টাক্টের ম্যানেজার ইনটারভেনশন্স (উত্তরণ প্রকল্প) মশিউর রহমান জানান, এ প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ৩৪০০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের ৪০০ জন ছাড়া বাকি তিন হাজার জনই সিলেট বিভাগের বাসিন্দা। তারা যথাক্রমে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বাসিন্দা। প্রথম পর্যায়ের প্রকল্পের মাধ্যমে (২০১৬-২০১৯) সিলেটের ১৪০০ যুবককে ৮টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়। দ্বিতীয় পর্যায়ে (২০১৯-২০২২) মেয়াদে সিলেট বিভাগের ১৬০০ জনকে ৭টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে শতকরা ৭০ ভাগের কর্মসংস্থান হয়েছে বলে জানান তিনি। সংশ্লিষ্টদের ইলেকট্রিক্যাল, ওয়েল্ডিং, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং, হাউজ কিপিং, প্যাকেজিং ও মোবাইল ফোন সার্ভিসিংসহ অন্যান্য ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষিতরা প্রাণ আরএফএলসহ মেঘনা ইন্ডাস্ট্রিজ, মেটাডোর, স্কয়ার ডেনিম, সানটেক ও খাদিম সিরামিকস সহ অন্যান্য প্রতিষ্ঠানে দক্ষতার সাথে চাকুরি করছে।
এদিকে, গতকাল সোমবার উত্তরণ প্রকল্পের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ আত্মকর্মীর মধ্যে সার্টিফিকেট প্রদান এবং টুলস এন্ড ইকুইপমেন্ট বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিস্থ রহমান কমিউনিটি সেন্টারে ব্যবসায়িক প্রশিক্ষণের ওপর সার্টিফিকেট প্রদান এবং টুলস এন্ড ইকুইপমেন্ট বিতরণী শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার। অন্যদের মধ্যে নবীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, শেভরন বাংলাদেশ-এর কর্পোরেট অ্যাফেয়ার্সের পরিচালক ইমরুল কবির, শেভরন বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের সুপারিনটেনডেন্ট কয়েস অ্যালান চৌধুরী, শেভরনের সিকিউরিটি ডাইরেক্টর চৌধুরী হাফিজ রুমেল, শেভরনের ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার মো: ইমাম হাসান আকন এবং সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের হেড অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আলমগীর কবির, টিম টিডার নাদিয়া আফরিন শামস এবং ম্যানেজার ইনটারভেনশন্স মশিউর রহমানসহ প্রাণ আরএফএল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও পাইওনিয়ার গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উত্তরণ-উন্নত জীবনের লক্ষ্যে- একটি দক্ষতা উন্নয়নমূলক প্রকল্প-যার মূল লক্ষ্য হলো শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষতা প্রশিক্ষণ প্রদান করে কমিউনিটির সদস্যদের জন্য উন্নত কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করা। শেভরন এর আর্থিক সহায়তায় সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় প্রকল্পটি বাস্তবায়ন করে সুইস কন্ট্যাক্ট। এ প্রকল্পের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনের সাথে যৌথ উদ্যোগে ভোলানন্দ উত্তরণ ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। এছাড়া, খুলনা শিপওয়ার্ডে একটি অত্যাধুনিক ল্যাবও প্রতিষ্ঠা করা হয়েছে এ প্রকল্পের মাধ্যমে।