এমসি কলেজ ॥ এক শিক্ষকে চলছে পরিসংখ্যান বিভাগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৩, ৩:০৯:৫২ অপরাহ্ন
লবীব আহমদ, এমসি কলেজ প্রতিনিধি : একজন শিক্ষক দিয়েই পাঠদান চলছে সিলেটের শতবর্ষী মুরারিচাঁদ (এমসি) কলেজের পরিসংখ্যান বিভাগে। বিভাগের একজন মাত্র সহযোগী অধ্যাপক গেল এক বছর থেকে একাই ক্লাস করানোর পাশাপাশি বিভাগের দাপ্তরিক কার্যক্রম সারতে হয়। এর আগে একজন সহযোগী অধ্যাপক ও ১জন প্রভাষকের তত্ত্বাবধানে ২বছর চলছিল বিভাগের শিক্ষা-কার্যক্রম। প্রতিবছরে অনার্স ও মাস্টার্স মিলে ডিপার্টমেন্টে আগমন ঘটে ১৯৫ জন শিক্ষার্থীর। সব মিলিয়ে প্রায় সাড়ে চার শতাধিক শিক্ষার্থীকে একাই সামাল দিতে হয়েছে বিভাগের এই সহযোগী অধ্যাপককে। এদিকে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও ডিগ্রির শিক্ষার্থীদের ক্লাসও নিতে হয় তাকে।
পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসিন আলী জানান, তাকে একাই সব ক্লাস নেওয়া এবং বিভাগের যাবতীয় কার্যক্রম দেখভাল করতে হয়। পরিসংখ্যান বিভাগে ১জন সহযোগী অধ্যাপক, ১জন সহকারী অধ্যাপক ও ২জন প্রভাষকের পদ বিদ্যমান থাকলেও সহযোগী অধ্যাপকের পদ ছাড়া বাকি পদগুলো দীর্ঘদিন থেকেই খালি।
এমসি কলেজ সূত্রে জানা গেছে, বিদ্যমান পরিস্থিতিতে কলেজের প্রাক্তন দুই শিক্ষার্থীকে ‘অতিথি শিক্ষক’ করা হয়েছিল। তাঁদের মাসে ৫ হাজার টাকা সম্মানী দেওয়া হতো। তবে গত জানুয়ারি মাসে তাঁদের একজন অন্যত্র চাকরি পেয়ে চলে গেছেন।
কথা বলে জানা গেছে, পরিসংখ্যান বিভাগে অনার্স বা স্নাতক (সম্মান) চালু হয় ২০০৪-০৫ শিক্ষাবর্ষে। একই বিভাগে স্নাতকোত্তর বা মাস্টার্স চালু হয় ২০১১ সালে। পরিসংখ্যান বিভাগে শিক্ষার্থীদের জন্য স্নাতকের ১৩০টি সিট ও স্নাতকোত্তরের ৬৫টি সিট রয়েছে।
এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, নতুন শিক্ষক নিয়োগ না দেয়ায় পরিসংখ্যান বিভাগে মাত্র একজন শিক্ষক দিয়েই পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। একজন শিক্ষক দিয়ে কোনোভাবেই একটি বিভাগ চালানো সম্ভব না। যতদ্রুত সম্ভব পরিসংখ্যান বিভাগের বিদ্যমান শূন্যপদ পূরণে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন।