জালালাবাদ গ্যাসের প্রিপেইড মিটারের ভেন্ডিং সিষ্টেম (রিচার্জ) সহজীকরণে ইউসিবি ও উপায় এর সাথে ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৩, ৩:২৩:১২ অপরাহ্ন
দেশের অর্থনীতির চালিকাশক্তি প্রাকৃতিক গ্যাসের সাশ্রয়ী, দক্ষ ও টেকসই ব্যবহার নিশ্চিতকরণ এবং গ্রাহকের জন্য উন্নত ও ডিজিটাল মিটারিং ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে শতভাগ আবাসিক গ্রাহকদের আঙ্গিনায় প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের সরকারী নির্দেশনার অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেজিটিডিএসএল’র আবাসিক শ্রেণির গ্রাহকদের আঙ্গিনায় ইতোমধ্যে প্রিপেইড গ্যাস মিটার স্থাপন শুরু হয়েছে। জালালাবাদ গ্যাসের প্রিপেইড মিটারের ভেন্ডিং সিষ্টেম (রিচার্জ) সহজীকরণে ইউসিবি ও উপায়
এর সাথে গত ০১ জুন ২০২৩ ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। জেজিটিডিএসএল-এর কোম্পানি সচিব মোঃ শহিদুল ইসলাম, উপায় এর চিফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এসইভিপি ও হেডঅব ট্রান্সেকশন ব্যাংকিং মো. সেকান্দার-ই-আজম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।
ইউসিবি, উপায় ও জালালাবাদ গ্যাসের মধ্যে প্রয়োজনীয় কারিগরি সংযোগ স্থাপন শেষে দ্রুতই এ সেবাটি চালু করা হবে। এ চুক্তির ফলে জালালাবাদ গ্যাসের গ্রাহকগণ চঙঝ ও এচজঝ পদ্ধতিতে জেজিটিডিএসএল অ্যাপ, উপায় কাস্টমার অ্যাপ ও উপায় এজেন্ট অ্যাপ ব্যবহার করে প্রি-পেইড গ্যাস মিটারে রিচার্জ করতে পারবে। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশনসিস্টেম লি: এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মনজুর আহমদ চৌধুরী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও উপায় এর পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, জেজিটিডিএসএল’র মহাব্যবস্থাপকগণ সহ প্রকল্প পরিচালক প্রকৌ.
লিটন নন্দী, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রকল্প দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদক, সিলেটস্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ভিপিও শাখা ব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম ও সভ্যসাচী গুপ্ত এবং উপায় থেকে হেড অব গভর্ণমেন্ট সেল্স হাসান মো. জাহিদ উপস্থিত ছিলেন। সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন গ্যাস সেবা প্রাপ্তির লক্ষ্যে দ্রুত গ্রাহক আঙ্গিনায় প্রিপেইড মিটার স্থাপন এবং চলমান এ কাজে মাঠ পর্যায়ে নিয়োজিত জালালাবাদ গ্যাসের টি সমূহকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে সকলের সহযোগিতা কামনা করা হয়।-বিজ্ঞপ্তি