জগন্নাথপুরে মোটর সাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু ॥ আটক ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৩, ৩:২৫:২১ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ইকড়ছই এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আরিয়ান (৭) নামের এই শিশু জগন্নাথপুর পৌরসভার উত্তর ইকড়ছই গ্রামের হারুন মিয়ার ছেলে। এ ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই যুবককে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জগন্নাথপুর পৌর শহরের উত্তর ইকড়ছই এলাকার বাসিন্দা
হারুন মিয়ার সাত বছরের ছেলে আরিয়ান মিয়া গতকাল সোমবার সকাল ১০ টায় বাড়ি থেকে বের হয়ে ইকড়ছই এলাকায় মূল সড়কে উঠামাত্র সুনামগঞ্জগামী একটি মোটরসাইকেল শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামের সজিব উদ্দিন (২৩) ও সায়মন হোসেন (১৯) কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক ওবায়দুল্লাহ জানান, মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ হারানো শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক মোটর সাইকেল আরোহী দুই যুবক পুলিশ হেফাজতে আছেন বলে জানান তিনি।