ভ্যাট সেবায় সিলেটে ‘ভ্রাম্যমাণ ভ্যাট বুথ’ উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৩, ৪:০৩:৩৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের উদ্যোগে ‘ভ্রাম্যমাণ ভ্যাট বুথ’ উদ্বোদন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় মেন্দিবাগস্থ অফিসে এ বুথের উদ্বোধন করা হয়।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তাদের উদ্যোগে আয়োজিত ভ্রাম্যমাণ ভ্যাট বুথের মাধ্যমে সকল করদাতা বিশেষত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মূসক নিবন্ধন, অনলাইনে দাখিলপত্র দাখিল, মূসক চালানপত্র ইস্যু, বিভিন্ন মূসক ফরম ইস্যু প্রভূতি সংক্রান্ত তাৎক্ষণিক সেবা প্রদান করা হবে। এই ভ্রাম্যমাণ ভ্যাট বুথে ৫-৬ জুন করদাতাগণ ভ্যাট অফিসে না গিয়েও সকল প্রকার মূসক সেবা গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও
ভোক্তারা যাতে ভ্রাম্যমাণ ভ্যাট বুথের মাধ্যমে ভ্যাট সংক্রান্ত যাবতীয় সেবা নির্বিঘেœ গ্রহণ করতে পারেন-সেজন্য আগামীতেও এ ধরনের সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় সকল স্তরের অংশীজনের সাথে উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের যুগ্ম কমিশনার মো. জাহাঙ্গীর আলম সহ অন্য কর্মকর্তাগণ। উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ এ ধরনের উদ্ভাবনী কার্যক্রমের প্রশংসা করেন। তারা পরিবর্তিত বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির সাথে তাল মিলিয়ে রাজস্ব আদায়ে কার্যক্রমে গতিশীলতা আনয়নে এ জাতীয় কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের দাবি জানান। সংশ্লিষ্টরা জানান, ৫-৬ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত স্থানে ভ্রাম্যমাণ ভ্যাট বুথের মাধ্যমে ভ্যাটবিষয়ক সেবা দেওয়া হবে। এসব সেবার মধ্যে অনলাইনে ভ্যাট নিবন্ধন গ্রহণ, অনলাইনে ভ্যাট জমা, রিটার্ন জমাদান, মূসক (মূল্য সংযোজন কর) চালান ইস্যু সেবা অন্তর্ভুক্ত রয়েছে।