ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে ৭০০১টি: আইনমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৩, ৪:৪১:৫৭ অপরাহ্ন

ডাক ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে মোট সাত হাজার একটি
মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আরও জানান, বর্তমানে দেশে অধস্তন আদালতগুলোতে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত মোট ৩৬ লাখ ৭০ হাজার ৬৭০ টি মামলা বিচারাধীন রয়েছে। গণফোরামের সদস্য মোকাব্বির খান ও সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদের পৃথক লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জাতীয় সংসদে গতকাল এসব তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
আইনমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে দেওয়ানী মামলার সংখ্যা ১৫ লাখ ৮৪ হাজার ১৬০টি এবং ফৌজদারী মামলার সংখ্যা ২০ লাখ ৮৬ হাজার ৫১০টি। এর মধ্যে শুধু ঢাকা জেলায় বিচারাধীন মামলার সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ৩৩টি।