ড. ইউনূসের মামলার ফাইল গেল প্রধান বিচারপতির কাছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৩, ৪:৪৪:০৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : এক বিচারপতির শুনানির এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠায় ড. ইউনূসের কর ফাঁকির মামলার ফাইল গেল প্রধান বিচারপতির কাছে। এ সংক্রান্ত ১২ মামলায় ইউনূসের বিরুদ্ধে ১ হাজার ২০০ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ রয়েছে।
সম্প্রতি ড. ইউনূসের আয়কর ফাঁকির তিন মামলা নিষ্পত্তি হয়েছে। এতে আদায় হবে দানকর বাবদ ১২ কোটি টাকা। ইউনূসের বিরুদ্ধে আরও ১ হাজার ২০০ কোটি টাকা কর ফাঁকির মামলা বিচারাধীন রয়েছে উচ্চ আদালতে।
তবে এক বিচারপতির শুনানির এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠলে গতকাল সোমবার ইউনূসের মামলার ফাইল পাঠানো হয় প্রধান বিচারপতির কাছে।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, অ্যাটর্নির অফিসে কাজ করার সময় একজন বিচারকের নাম ৩টি মামলায় অর্ডার শিটে আছে। তাই সেই বিষয়টা তারা আদালতের নজরে এনেছেন।
এদিকে, মামলার জালে আটকা প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব। এর মধ্যে সর্বোচ্চ আদালতে বিচারাধীন ২ হাজার ৫২১ মামলার বিপরীতে বিভিন্ন কোম্পানির কাছ থেকে ভ্যাট বাবদ পাওনা ১৭ হাজার ৩৩০ কোটি টাকা। আইনি জটিলতার কারণে এসব টাকা আদায় করতে পারছে না রাজস্ব বিভাগ।
তাই শুধু ড. ইউনূসই নয় ভ্যাট, ট্যাক্স সংক্রান্ত মামলা দ্রুত শুনানির উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল বলছেন, হাইকোর্টের কারণে রাজস্ব আদায় করা যাচ্ছে না এমন দুর্নাম ঘোচাতে চান তারা।
তিনি বলেন, প্রতিদিনই আমরা শুনি যে হাইকোর্টের জন্য অনেক রাজস্ব আটকে আছে। তাই আমরা পুরনো একটা মামলাও রাখতে চাচ্ছি না।
এরই মধ্যে রাজস্ব সংক্রান্ত তিন শতাধিক মামলা নিষ্পত্তি হয়েছে সর্বোচ্চ আদালতে। এর জন্য দুটি বেঞ্চ পুরানো মামলা নিষ্পত্তিতে কাজ করে যাচ্ছে।