দেশে এলো ভারতীয় পেঁয়াজ, কেজি নামতে পারে ৩০ টাকায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৩, ৪:৪৮:২৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর দেশের বিভিন্ন স্থলবন্দর থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল সোমবার কৃষি মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে আমদানি শুরু হয়েছে হিলি, বেনাপোল ও সোনা মসজিদ স্থলবন্দরে। পেঁয়াজ আমদানির প্রথম দিনেই প্রভাব পড়েছে বাজারে। এক দিনের ব্যবধানে স্থানভেদে কেজিতে ২৫-৩০ টাকা কমেছে পেঁয়াজের দাম। গতকাল সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় দুটি ট্রাকে ৪০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে এন আলম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। এই বন্দর দিয়ে ৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি অনুমতি পেয়েছে ১৪টি আমদানিকারক প্রতিষ্ঠান। হিলি আমদানিকারক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন রশিদ হারুন বলেন, গত ১৬ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। সরকার পেঁয়াজ আমদানির অনুমতি প্রদান করায় গতকাল সোমবার পেঁয়াজ ভারত থেকে আমদানি শুরু হয়েছে। ১৫০ থেকে ২০০ ডলারে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এতে প্রতি কেজি আমদানীকৃত পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করা হবে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে গতকাল সোমবার ২৫৬ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে। এতে এক হাজার ৫৬ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সোনা মসজিদের বিপরীতে ভারতের মহদিপুর স্থলবন্দরে আরো পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলেও জানা গেছে। জানা গেছে, ঢাকার আমদানিকারক জারিফ ইন্টারন্যাশনাল বন্ধের পর এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছে। আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনই দুই লাখ ৮০ হাজার ৮০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। গতকাল সোমবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।