স্মার্ট নগরী হিসেবে গড়তে আনোয়ারুজ্জামানকে নির্বাচিত করুন ঃ সৈয়দা জেবুন্নেছা হক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৩, ৪:৫২:২৪ অপরাহ্ন
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, সিলেটের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী হাজার কোটি টাকা দিয়েছেন। কিন্তু অপরিকল্পিত কাজ করার ফলে একটু বৃষ্টিতে সিলেট নগরী পানিতে ডুবে যায়। তাই এ থেকে পরিত্রাণ পেতে ও সিলেট নগরীকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। তিনি গতকাল সোমবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সিলেটে বসবাসরত ভাটি বাংলাবাসীর উদ্যোগে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে ও এডভোকেট শামসুল ইসলাম এবং অংশুমান দত্ত অঞ্জন এর যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দীন, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট অবনী মোহন দাস, আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেট মহানগরের সভাপতি এডভোকেট কিশোর কুমার কর, সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ সবুজ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সদস্য ডাঃ নাজরা চৌধুরী, তাহিরপুর সমিতির সভাপতি তারা মিয়া, ছাতক সমিতির সাবেক সাধারণ আফজল হোসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির যুগ্ম সম্পাদক মনোজ কপালী মিন্টু, মনোরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ সমিতির সহ-সভাপতি এডভোকেট আলা উদ্দীন, মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ প্রমুখ। মতবিনিময় সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন জাগরণ সাংস্কৃতিক স্কোয়াড সিলেট জেলা কমিটির শিল্পীবৃন্দ।
বাদাম বাগিচায় গণসংযোগ
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে বাদাম বাগিচা এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার গণসংযোগে সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সকলের দোয়া ও সহযোগিতা এবং নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হক, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, আলহাজ্ব শফিক মিয়া, আলহাজ্ব আশকর হোসেন, যুবলীগ নেতা ফারুক মিয়া। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি