গোয়াইনঘাটে পুলিশের উদ্যোগে বৃক্ষ রোপণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৩, ৪:৫৩:০৭ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেছেন, পরিবেশ বাঁচাতে ও অক্সিজেনের প্রয়োজনে আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে। আমাদের মনে রাখা প্রয়োজন, পৃথিবীর সুন্দর পরিবেশই প্রাণের ধারক, জীবন শক্তির জোগানদার। শুধু সেমিনার, বক্তব্যে সীমাবদ্ধ থাকলেই হবে না পরিবেশ রক্ষায় সকলকে নিজনিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে। গতকাল সোমবার গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। বেলা ২ টায় গোয়াইনঘাট থানা কম্পাউন্ডে ২০টি ফলজ গাছ রোপণের মধ্যদিয়ে এর আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল। এসময় গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসানসহ গোয়াইনঘাট থানার এসআই, এএসআই ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।