মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে মোস্তফা জালাল মহিউদ্দিন
সিলেটবাসী আনোয়ারুজ্জামান চৌধুরীকেই বেছে নেবেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৩, ৫:৪৯:২১ অপরাহ্ন

‘উন্নয়নের প্রশ্নে আপস করবো না’
ডাক ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, বিএনপি নির্বাচনে এলে সিলেটে হয়ত একটা ভালো ফাইট হতো। কিন্তু তারা আসেনি। তাই বলে আমাদের বসে থাকার সুযোগ নেই। কাজ করতে হবে।
সম্প্রতি অনুষ্ঠিত এক নির্বাচনে আমি দেখেছি, জামায়াত বিএনপির প্রার্থী না থাকলেও আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবং অল্প ভোটের ব্যবধানে তারা তা করতে সক্ষম হয়েছে। এখানেও এমনটি হতে পারে। তাই ডাক্তার, নার্স, ব্রাদারদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল মঙ্গলবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সিলেটের সর্বস্তরের স্বাস্থ্যসেবী ও ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সিলেটে নেমেই আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। বুঝেছি আগামী ২১ জুন জনগণ আনোয়ারুজ্জামান চৌধুরীকেই বেছে নেবেন। আর যদি তা হয় তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি আমাদের স্মার্ট সিলেট উপহার দেবেন। দেশে-বিদেশে রাজনীতির ক্ষেত্রে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, শেখ হাসিনার নির্দেশে কাজ করলে তিনি অবশ্যই স্মার্ট সিলেট উপহার দিতে সক্ষম হবেন। সিলেটে অন্য যারা মেয়র পদে প্রার্থী হয়েছেন তাদের চেয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী অনেক ভালো প্রার্থী।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটের উন্নয়নের প্রশ্নে আপস করবো না। জীবন দিয়ে হলেও সিলেটের মানুষের জন্য আমৃত্যু কাজ করে যাবো।
সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় সরকারি হাসপাতাল হচ্ছে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল উল্লেখ করে আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, এই হাসপাতালে চিকিৎসা নিতে চারটি জেলার মানুষ আসেন। তারা পর্যাপ্ত চিকিৎসা যাতে পান সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
ওসমানী হাসপাতালের স্বাস্থ্যসেবা যাতে বাড়ানো যায় আমি সে বিষয়ে উদ্যোগ নেবো এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে কথা বলবো। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবো।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ডা. রকিবুল হাসান জুয়েলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
প্রধান বক্তার বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খানসহ নেতৃবৃন্দ।