গণসংযোগকালে নজরুল ইসলাম বাবুল
নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থে কাজ করে যাবো সকলের কল্যাণে কাজ করবো
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৩, ৫:৫১:৫১ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শিল্পপতি নজরুল ইসলাম বাবুল বলেছেন, আমি মেয়র নির্বাচিত হলে ব্যবসায়ীদের ট্যাক্স মওকুফসহ জনগণের কল্যাণে কাজ করবো। আমি একজন ব্যবসায়ী হিসেবে আপনাদের দ্বারস্থ হয়েছি। প্রথম বারের মতো আপনাদের কাছে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করছি। আমাকে আপনারা নির্বাচিত করুন, আমি আপনাদের পাশে থেকে সেবা দিয়ে যাবো। নির্বাচন যদি সুষ্ঠু হয় তবে গাজীপুরের মতো অবস্থা সিলেটে হবে বলে তিনি মন্তব্য করেন।
গতকাল বুধবার দুপুর ১২টায় নগরীর রিকাবীবাজারে এলাকাবাসী ও ব্যবসায়ীদের সাথে গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, মহানগরীর সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তিনি এর আগে দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের দেখতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে যান এবং নিহত আহত পরিবারের সদস্যদের সান্ত¦না দেন। বিজ্ঞপ্তি