নির্বাচনী জনসভায় আহমদ হোসেন
নৌকার পালে হাওয়া লেগেছে এবার আমাদের বিজয় হবেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৩, ৫:৫৭:৩০ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদটি এবার আর হাতছাড়া হবে না। সিলেটের অলিতে গলিতে এখন নৌকার গণজোয়ার। নৌকার পালে হাওয়া লেগে গেছে। এবার আমাদের বিজয় হবেই। আর সিলেটের মানুষের জন্য প্রধানমন্ত্রী একজন যোগ্য প্রার্থী দিয়েছেন। এখন বিজয় উপহার দেয়াটা সিলেটবাসীর দায়িত্ব। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার জয় নিশ্চিতে কাজ করার আহ্বান জানান।
আহমদ হোসেন গত মঙ্গলবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে নবগঠিত ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের অন্যতম সদস্য ওয়াহিদুর রহমান ওয়াহিদ-এর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবলীগ নেতা কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি পর্যটনবান্ধব আধ্যাত্মিক নগরীর পবিত্রতা বজায় রেখে একটি স্মার্ট সিটি গড়ে তুলতে সকলেন সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, আমি আশাবাদী, সবাই আমাকে ভালোবেসে স্বতঃস্ফুর্তভাবে সহযোগিতা করবেন। স্মার্ট সিটির স্বপ্ন বাস্তবায়নে সবাই নৌকায় ভোট দিবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সানাওর, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, আবদাল মিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সিলেট জেলা যুব লীগের অন্যতম সদস্য ও ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর আলম, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন কালা, আলেক মিয়া, বিমান কান্তি দে, রিনা বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল গণি, শায়েস্তা মিয়া, ফিরুজ মিয়া, এশু মিয়া, হানিফ মিয়া, আবু আব্বাস, এডভোকেট লিটন মিয়া, মনু মিয়া, এলিম আহমদ, মিজানুর রহমান মজনু, মাহফুজ আহমদ, মিজান আহমদ, লোকমান আহমদ, আব্দুল্লাহ রাফাত ইকবাল, রেদুওয়ান আহমদ, প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মোঃ নজরুল হক চৌধুরী।