সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
দক্ষিণ কোরিয়া বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী —-কমার্শিয়াল কাউন্সেলর স্যাম সু কিম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৩, ৩:৩৯:৩০ অপরাহ্ন
দক্ষিণ কোরিয়া এম্বেসীর কমার্শিয়াল কাউন্সেলর ও কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সী (কটরা)’র ডাইরেক্টর জেনারেল মিঃ স্যাম সু কিম এর সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ এর সভাপতিত্বে সভায় স্যাম সু কিম বলেন, ১৯৬০ সালে দক্ষিণ কোরিয়া অর্থনৈতিকভাবে কেনিয়া এবং ঘানার থেকেও দরিদ্র ছিল। কিন্তু পরিকল্পিত ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে দক্ষিণ কোরিয়া এখন একটি উন্নত দেশে পরিণত হয়েছে। তিনি বলেন, কোরিয়া অটো মোবাইল, এনার্জি, ব্যাটারী, পেট্রো কেমিক্যাল ইত্যাদি খাতে অনেক এগিয়ে গেছে।
তিনি উল্লেখ করেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী। এছাড়াও আমরা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনাময় খাত সমূহ নিয়ে কাজ করছি। তিনি সিলেটের সম্ভাবনাময় খাত সমূহ তুলে ধরার জন্য বক্তাদেরকে ধন্যবাদ জানান এবং সিলেটে কোরিয়ান বিনিয়োগ আনয়নে তার পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক গত বছর নতুন মাত্রায় উন্নীত হয়েছে। তিনি বলেন, কোরিয়া বাংলাদেশ থেকে তৈরী পোষাক, চামড়াজাত পণ্য, মেলামাইন, সিরামিক, প্লাস্টিক পণ্য, কৃষিপণ্য ইত্যাদি আমদানি করতে পারে। এছাড়াও তিনি কোরিয়ান বিনিয়োগকারীদের বাংলাদেশের পর্যটন, শিল্প, শিক্ষা, আইটি ইত্যাদি খাতে বিনিয়োগের আহ্বান জানান।
সিলেট চেম্বারের পাবলিক রিলেশন্স অফিসার সাথী সিনহার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সী (কটরা)’র চীফ স্পেশালিস্ট ফারুক আহমদ, সিলেট চেম্বারের পরিচালক মো. হিজকিল গুলজার, মো. আব্দুর রহমান (জামিল), মো. মুজিবুর রহমান মিন্টু, ফাহিম আহমদ চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মো. জহির হোসেন, সিলেট চেম্বারের সদস্য ব্যারিস্টার মঈনুল ইসলাম, তোফাজ্জল হোসেন এফসিএ, সানজিদা খানম, সুষমা সুলতানা রুহি, মো. ফেরদৌস আলম, এমএ সায়েম, শাফি মোহাম্মদ নাহিয়ান, মাহদী সালেহীন, আরিফ হোসেন, প্রফেসর আব্দুল হান্নান, ডা. আহমেদ নাফি, জিয়া ইসলাম, ইফতেখার আহমদ চৌধুরী, শ্যামল অধিকারী, মো. ইমরান হোসেন, আফজাল হোসেন, হুমায়ুন কবীর লিটন, এমএ মজনু, মো. সাহিদুর রহমান, মো. আবুল মিয়া, সচিব মো. গোলাম আক্তার ফারুক প্রমুখ।-বিজ্ঞপ্তি