টুকেরবাজারে লাঙ্গল প্রতীকের সমর্থনে মতবিনিময় সভা
নির্বাচিত হলে মাস্টার প্ল্যানের মাধ্যমে নগরীর উন্নয়ন করবো: বাবুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৩, ৪:৩২:১৯ অপরাহ্ন
জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পায়ের নীচের মাটি সরে গেছে। ধাক্কা দিলেই পড়ে যাবে, তাই এই সরকারের পছন্দের কোন প্রার্থীকেই জনগণ নির্বাচিত করবে না। যা গাজীপুরেই প্রমাণিত হয়েছে। তাই, লাঙ্গলের কোন বিকল্প নেই। জনগণ ২১ জুন নজরুল ইসলাম বাবুলকেই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচিত করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।
গত বৃহস্পতিবার রাতে নগরীর টুকেরবাজারে ৩৯নং ওয়ার্ডবাসীর উদ্যোগে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল এর লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেন, অতীতে উন্নয়নের নামে হরিলুট হয়েছে, যে উন্নয়ন হয়েছে তা শুধু লোক দেখানো ছিলো। আমি যদি মেয়র নির্বাচিত হই তাহলে একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে নগরীর সম্প্রসারিত ১৫টি ওয়ার্ড সহ ৪২টি ওয়ার্ডকে নান্দনিক নগরীতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আমি জানি সম্প্রসারিত ওয়ার্ডগুলো অনেক অবহেলিত। সেগুলোর উন্নয়ন ত্বরান্বিত করা হবে।
ব্যবসায়ী আব্দুল্লাহ আল রিপনের সভাপতিত্বে ও সাবেদ হোসেন এর পরিচানায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুশ শহিদ লস্কর বশির, হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার সভাপতি একরামুল আজিজ, ইসলামী ঐক্যজোট সিলেট শাখার সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য আশিক মিয়া, জাপা সিলেট জেলার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহীন, সেবুল আহমদ তালুকদার, মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার, জাতীয় যুব সংহতি সিলেট জেলা আহবায়ক মরতুজা আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এম বরকত আলী। এ সময় বক্তব্য রাখেন আব্দুস সালাম চৌধুরী, ফয়জুল মিয়া, নূরুদ্দিন, আলী হোসেন, আব্দুল হান্নান রুমন, নূর মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি