আনোয়ারুজ্জামান চৌধুরীর গণসংযোগ দোয়া, ভালোবাসা ও নৌকায় ভোট প্রার্থনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৩, ৪:৩৫:৩৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ড ও ১৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। গতকাল শুক্রবার দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগকালে তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডগুলো পুরনো ওয়ার্ড থেকে উন্নয়নের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে। আমি এসব ওয়ার্ড ঘুরেছি, মানুষের সাথে কথা বলে সমস্যাগুলো জেনেছি। আমি নির্বাচিত হলে বিশেষ পরিকল্পনা ও প্রকল্পের মাধ্যমে দ্রুত সমস্যা দূর করার চেষ্টা করবো। তিনি সবার দোয়া ও ভালোবাসা চেয়ে নৌকায় ভোট প্রার্থনা করেন।
এ সময় তার সাথে ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ও সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, কামাল আহমদ, মিসবাউর রহমান, আনোয়ার আলী, জামাল আহমদ খান প্রমুখ। এর আগে সকালে তিনি বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সাথে নগরীর একটি অভিজাত হলরুমে মতবিনিময় করেন।
বন্ধু চিরন্তন এর নির্বাচনী গণসংযোগ
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌর্কা মার্কার মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে নির্বাচনী গণসংযোগ করেছে বন্ধু চিরন্তন সংগঠনের সদস্যবৃন্দ। গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত বন্ধু চিরন্তন সংগঠনের উদ্যোগে এই গণসংযোগ করা হয়। গণসংযোগকালে উপস্থিত ছিলেন মকদ্দুছ আলী, এডভোকেট সামছুল ইসলাম, আলতাব হোসেন, সিরাজুল ইসলাম, আকিল উদ্দিন, আজাদ উদ্দিন, জাহাঙ্গীর আলম, শাহ মোস্তকিন, গৌছ আলী, শহিদুজ্জামান, কাজল আহমদ চৌধুরী প্রমুখ।
দক্ষিণ সুরমা যুবলীগের লিফলেট বিতরণ
আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকার মার্কার মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ। গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমার ২৯নং ওয়ার্ডের চন্ডিপুল, বদিকোনা, ধরাধরপুর এলাকায় যুবলীগের নেতৃবৃন্দ গণসংযোগ করেন এবং নৌকা প্রতীকে ভোট প্রদানে ভোটারদের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রুম্মান আহমদ, লন্ডন মহানগর আওয়ামীলীগের সদস্য সেবুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, সদস্য হোসাইন মিনহাজ, নন্দন পাল, লিটন খান, বেলায়েত হোসেন, সালিক আহমদ, নুরুল ইসলাম দারা, তেতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজামুর রহমান নিজাম, যুবলীগ নেতা এ্সএ কাশেম, মহানগর যুবলীগ নেতা সজিব আহমদ, রাসেল আহমদ, জামাল আহমদ প্রমুখ।