হলফনামা বিশ্লেষণ
২৭৩ কাউন্সিলর প্রার্থীর ৯৩ জনই স্বশিক্ষিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৩, ৫:১১:১১ অপরাহ্ন
কাউসার চৌধুরী :
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ লায়েক হলফনামায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্বশিক্ষিত। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহাদাত হোসেন লোলন তার শিক্ষাগত যোগ্যতার জায়গায় উল্লেখ করেছেন স্বশিক্ষায় শিক্ষিত। একইভাবে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ছয়ফুল আমিন (বাকের) শিক্ষাগত যোগ্যতার ঘরে স্বশিক্ষায় শিক্ষিত লিখেছেন। সিসিক নির্বাচনে প্রতিদ্বন্দি¦তাকারী ২৭৩ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৯৩ জন প্রার্থী হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ঘরে স্বশিক্ষিত, স্বশিক্ষায় শিক্ষিত ও ‘স্বাক্ষরজ্ঞানসম্পন্ন’ লিখেছেন। প্রার্থীদের মধ্যে ১১ জন শিক্ষাগত যোগ্যতার জায়গায় লিখেছেন এলএলবি। এছাড়াও কেউ অনার্স, কেউবা মাস্টার্স, বিএ (পাস), কামিল এমনকি দাওরায়ে হাদিসও হলফনামায় উল্লেখ করেছেন। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে।
সুশাসনের জন্য নাগরিক সুজন’র সিলেট বিভাগীয় সমন্বয়ক ফারুক মাহমুদ চৌধুরী এ বিষয়ে সিলেটের ডাককে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম মন্ত্রী সভার ১৮ জনের মধ্যে ১০ জনই ছিলেন আইনজীবী। আজ পাঁচ দশক পরে এসেও যদি প্রার্থীরা স্বশিক্ষিত, স্বাক্ষরজ্ঞান হিসেবে নিজের যোগ্যতার পরিচয় দেন এটি নিঃসন্দেহে দুঃখজনক। নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে মানদ- থাকা প্রয়োজন। সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থী হতে হলে অন্তত এইচএসসি পাশ হতে হবে এমন বিধান করার জন্যে আমরা বলে আসছি। যেহেতু আমরা সামনে এগিয়ে যাচ্ছি তাই এ বিষয়ে নজর দেয়া দরকার। জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে মানদ- নিশ্চিত করা সম্ভব হলে জনসাধারণও এর কাংখিত ফল পাবেন বলে মত এই সমাজ বিশ্লেষকের।
জানা গেছে, ইসিতে দেয়া হলফনামায় নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ আনোয়ারুছ সাদাত বিএ, সৈয়দ তৌফিকুল হাদী বি.কম, সলমান আহমদ চৌধুরী এইচএসসি ও মুফতি কমর উদ্দিন বিএসএস বলে শিক্ষাগত যোগ্যতার জায়গায় উল্লেখ করেছেন।
২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. রাজিক মিয়া এসএসসি ও বিক্রম কর সম্রাট বি.কম বলে উল্লেখ করেন।
৩ নম্বর ওয়ার্ড’র কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান এলএলবি, এস এম আবজাদ হোসেন বিএ ও বদরুল ইসলাম লস্কর উল্লেখ করেছেন এসএসসি।
৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলম খান মুক্তি এসএসসি, আহমদুল হক দাওরায়ে হাদিস (মাস্টার্স), শেখ তোফায়েল আহমদ (সেফুল) স্বশিক্ষিত এবং আব্দুল করিম চৌধুরী কিম বিএ (পাস)।
৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খালেদ আকবর চৌধুরী এইচএসসি, মো. কামাল মিয়া স্বশিক্ষিত, রেজওয়ান আহমদ নবম শ্রেণি, মোহাম্মদ নাজমুল হোসাইন স্বশিক্ষিত, শেখ মো. সাহেদ সিরাজ স্বশিক্ষিত, মো. রিমাদ আহমদ রুবেল দশম শ্রেণি ও আমিনুর রহমান লিখেছেন ষষ্ঠ শ্রেণি।
৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আতিকুর রব চৌধুরী এইচএসসি, মো. শাহিন মিয়া স্বাক্ষরজ্ঞান সম্পন্ন, মাজহারুল ইসলাম সুমন তৃতীয় শ্রেণি, ফরহাদ চৌধুরী শামীম স্বশিক্ষিত ও মাহমুদ আহমদ স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন।
৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খান ৮ম শ্রেণি, সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ দাখিল, জাহিদ খান সায়েক স্বশিক্ষিত বলে হলফনামায় উল্লেখ করেন।
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. হাবিবুর রহমান আবির উচ্চ মাধ্যমিক, সুমন ইসলাম ৮ম শ্রেণি, মো. ইলিয়াছুর রহমান ইলিয়াছ বিএ, ফয়জুল হক এসএসসি, মোহাম্মদ রানা আহমেদ স্বশিক্ষিত, সাব্বির খান স্বশিক্ষিত, বিদ্যুৎ দাস স্বশিক্ষিত, সুদীপ রঞ্জন দেব বিএ ও জগদীশ চন্দ্র দাশ লিখেছেন মাধ্যমিক।
৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. বাবুল খান স্বশিক্ষিত ও হাজী মো. মখলিছুর রহমান কামরান এইচএসসি উল্লেখ করেছেন।
১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মোস্তফা কামাল দশম শ্রেণি, মো. তারেক উদ্দিন তাজ এলএলএম বলে উল্লেখ করেন। গোলাম কিবরিয়া মাসুকের শিক্ষাগত যোগ্যতার তথ্য ইসির ওয়েবসাইটে পাওয়া যায়নি। অপর প্রার্থী মো. আব্দুল হাকিম ¯œাতক, মো. আফতাব স্বশিক্ষিত ও মো. ছাইনুর রহমান উল্লেখ করেছেন এলএলবি।
১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রকিবুল ইসলাম ঝলক এইচএসসি, আব্দুর রহিম মতচ্ছির স্বশিক্ষিত, মীর্জা এম এস হোসেন এলএলবি ও আব্দুর রকিব বাবলু এলএলবি উল্লেখ করেছেন।
১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির এসএসসি ও মো. সিকন্দর আলী লিখেছেন নবম শ্রেণি।
১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশ্বজিৎ দাস এলএলবি, সুমন আহমদ উচ্চ মাধ্যমিক, মো. নুরুল ইসলাম দশম শ্রেণি, শান্তনু দত্ত অষ্টম শ্রেণি এবং শাহাদাত হোসেন লোলন লিখেছেন স্বশিক্ষায় শিক্ষিত।
১৪ নম্বর ওয়ার্ডের ৪ কাউন্সিলর প্রার্থীর সকলেই স্বশিক্ষিত। তারা হলেন, মাহবুবুর রহমান জনি, তপু গণি, মোস্তাফিজুর রহমান ও নজরুল ইসলাম মুনিম।
১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আবু তামিম এইচএসসি, মো. আব্দুল গাফফার এসএসসি, মো. ছয়ফুল আমিন বাকের স্বশিক্ষায় শিক্ষিত, কায়ছার হাসান শিমন এলএলবি ও মো. মুজিবুর রহমান বিএ বলে হলফনামায় উল্লেখ করেন।
১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ফয়জুল হাসান অষ্টম শ্রেণি, আশরাফ খান স্বশিক্ষায় শিক্ষিত, আব্দুল মুহিত জাবেদ বিএ (পাস), মো. কামরুল হাসান স্বশিক্ষিত, তমাল হাসান বিএ, তামিম আহমদ খান এলএলবি ও জামাল আহমদ লিখেছেন এইচএসসি।
১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মীর জসিম উদ্দিন অষ্টম শ্রেণি, রাশেদ আহমদ এইচএসসি ও মো. দিলওয়ার হোসাইন সজীব লিখেছেন এসএসসি।
১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সালমান চৌধুরী স্বশিক্ষিত, এবিএম জিল্লুর রহমান উজ্জ¦ল এমকম, নাজমুল ইসলাম এহিয়া স্বশিক্ষায় শিক্ষিত, মাহবুব খান (মাসুম) স্বশিক্ষিত, মো. শামছুর রহমান কামাল উচ্চ মাধ্যমিক, মো. সাজুওয়ান আহমদ স্বশিক্ষিত এবং মো. বেলাল আহমদও স্বশিক্ষিত বলে হলফনামায় উল্লেখ করেছেন।
১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রুমেল আহমদ স্বশিক্ষিত ও এস এম শওকত আমীন তৌহিদ লিখেছেন বিএসসি অনার্স।
২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শুভ্র চক্রবর্তী অষ্টম শ্রেণি, মিঠু তালুকদার স্বশিক্ষিত ও আজাদুর রহমান আজাদ এইচএসসি উল্লেখ করেছেন।
২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আব্দুর রকিব তুহিন বিএ (পাস), মো. আসাদ বখত জুয়েল স্বশিক্ষিত, মো. সাহেদুর রহমান অষ্টম শ্রেণি ও গোলাম রহমান চৌধুরী লিখেছেন স্বশিক্ষিত।
২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছালেহ আহমদ সেলিম এলএলবি, মোহাম্মদ আবু জাফর অষ্টম শ্রেণি, শোয়াইবুর রহমান শোয়াইব আলিম, মো. ফজলে রাব্বি চৌধুরী এসএসসি, মোহাম্মদ দিদার হোসেন এসএসসি, মো. বদরুল আজাদ রানা মাস্টার্স ও মো. ইব্রাহিম খান সাদেক হলফনামায় এসএসসি উল্লেখ করেন।
২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সোয়েব আহমদ শিপলু উচ্চ মাধ্যমিক, শেখ সুহেল আহমদ কবির স্বশিক্ষিত, মামুনুর রহমান মামুন স্বশিক্ষিত, মোস্তাক আহমদ এসএসসি ও তারেক আহমদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক।
২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হুমায়ূন কবির সুহিন এইচএসসি, হাবিবুর রহমান মাধ্যমিক, আব্দুস শহিদ লস্কর এইচএসসি, সোহেল আহমদ রিপন পঞ্চম শ্রেণি, মোহাম্মদ শাহজাহান অষ্টম শ্রেণি ও মোহাম্মদ আবুল কাশেমের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি।
২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম শাহনাজ এলএলবি, মোফাজ্জল হোসেন নবম শ্রেণি, তকবির ইসলাম পিন্টু এইচএসসি, মো. সাহাব উদ্দিন সিহাব স্বশিক্ষিত ও আশিক আহমদ এসএসসি বলে হলফনামায় উল্লেখ করেন।
২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেলিম আহমদ রনি অষ্টম শ্রেণি, শাহেদ আহমদ স্বশিক্ষিত, মোহাম্মদ তৌফিক বক্স (লিপন) বিএ (পাস) ও মামুনুর রশিদ স্বশিক্ষিত।
২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল জলিল নজরুল স্বশিক্ষিত, বিপ্লব কান্তি দে মাধব এলএলবি, সঞ্জিত কুমার গোপ স্বশিক্ষিত, মো. আজম খান দশম শ্রেণি, শাহীন আহমদ এসএসসি, জালাল উদ্দিন আহমদ এসএসসি ও মঈন উদ্দিনের শিক্ষাগত যোগ্যতা বিএসএস।
২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এস এম মিনহাজ মাহমুদ ‘ও’ লেভেল, শিব্বির আহমদ স্বশিক্ষিত, আশিকুর রহমান আশিক স্বশিক্ষায় শিক্ষিত, আব্বাছ আলী স্বশিক্ষিত, সোহেল রানা এলএলবি, ইমতিয়াজ আহমদ জগলু, রায়হান হোসেন ও ফখরুল ইসলাম স্বশিক্ষিত বলে উল্লেখ করেন। তবে অপর প্রার্থী এমদাদ হোসেনের হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্য পাওয়া যায়নি।
২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. গোলাম মোস্তফা কামাল এমএসএস, রাজীব আহসান এম.কম, লাহিনুর রহমান লাহিন স্বশিক্ষিত, ইসমাঈল হোসেন মুরাদ ¯œাতক, আতাউর রহমান স্বশিক্ষিত, মাজহারুল ইসলাম শাকিল ডিপ্লোমা ইন কমার্স, শাহেদ খান স্বপন স্বশিক্ষিত, মো. পংকি মিয়া এসএসসি ও জাভেদ আহমদ জীবন স্বশিক্ষায় শিক্ষিত। অপর প্রার্থী রেজাউল ইসলামের শিক্ষাগত যোগ্যতার তথ্য পাওয়া যায়নি।
৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফজলুল করিম এসএসসি, সেলিম আহমদ উরফে জাবেদ আমিন সেলিম এইচএসসি, আব্দুল গাফফার ¯œাতক, এনামুল হক নবম শ্রেণি, রেজাউল করিম সুমন পঞ্চম শ্রেণি, রকিব খান, নুরুল ইসলাম মাছুম, জাকির হোসেন, সানর মিয়া ও লয়লু মিয়া তাদের পাঁচ জনই স্বশিক্ষিত, রাজু মিয়া দশম শ্রেণি, জামাল উদ্দিন স্বশিক্ষিত, আব্দুল মান্নান ও আতাউর রহমান এসএসসি, প্রমথ দাস ও আলী আছকর স্বশিক্ষিত, মকসুদ আহমদ এলএলবি, শাহ ইকবাল হোসাইন স্বশিক্ষিত ও আজাদ মিয়ার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি।
৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইউনুস আহমদ স্বশিক্ষিত, রাজিব আহমদ পঞ্চম শ্রেণি, মো. আব্দুল আহাদ এইচএসসি, ইলিয়াছ মিয়া অষ্টম শ্রেণি, মো. আব্দুল মুকিত স্বশিক্ষিত, মো. দেলোয়ার হোসেন এসএসসি, নজমুল হোসেন নিম্ন মাধ্যমিক ও শফিকুর রহমান অষ্টম শ্রেণি বলে হলফনামায় তথ্য দিয়েছেন।
৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ কাবুল আহমেদ ও মো. আব্দুল হান্নান অষ্টম শ্রেণি, সৈয়দ ফরহাদ হোসেন স্বশিক্ষিত, মোহাম্মদ মোতাহার হোসেন ও মতিউর রহমান রিপন এইচএসসি, মো. হেদায়াত হোসেন তানভীর এলএলএম, মো. রুহেল আহমদ বিএ, মো. দুলাল হোসেন অষ্টম শ্রেণি, মো. আফছার আহমদ ¯œাতক ও স্বপন আহমদ রুমন অষ্টম শ্রেণির তথ্য হলফনামায় উল্লেখ করেছেন।
৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইকবাল হোসেন শামীম অষ্টম শ্রেণি, ফখরুল ইসলাম (দুলু) স্বশিক্ষিত, মো. গৌছ উদ্দিন ও শামীম আহমদ মিন্টু অষ্টম শ্রেণি, মোহাম্মদ বাহার উদ্দিন এলএলবি, মো. রমিজ উদ্দিন স্বশিক্ষিত, আব্দুছ ছবুর চৌধুরী এসএসসি, দেলোয়ার হোসেন এম.এ, আবু সাদেক মো. খায়রুল ইসলাম চৌধুরী স্বশিক্ষিত, মো. সেলিম আহমদ পঞ্চম শ্রেণি, হুমায়ূন কবির চৌধুরী স্বশিক্ষিত, মো. আব্দুল আহাদ অষ্টম শ্রেণি, মো. মাহবুবুর রহমান চৌধুরী বিএসসি অনার্স, হিমেল আহমদ অষ্টম শ্রেণি, শাহজাহান আহমদ খাদিম স্বশিক্ষিত, মঞ্জুর রহমান এমবিএ এবং ইন্দ্রজিৎ বিশ্বাসের শিক্ষাগত যোগ্যতা এসএসসি।
৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান স্বশিক্ষিত, সোলেমান আহমদ এইচএসসি, মাওলানা রফিকুল ইসলাম দাওরায়ে হাদিস (কামিল), শামীম আহমদ অষ্টম শ্রেণি, এনামুল কবির চৌধুরী বিএ, আবু বকর লিলু স্বশিক্ষিত, জয়নাল আবেদীন এসএসসি, পারভেজ আহমদ, আনোয়ার হোসেন আনু ও সুহেল আহমদসহ তাদের তিনজনই স্বশিক্ষিত, আলী আক্তার চৌধুরী অষ্টম শ্রেণি, মোহাম্মদ নিজাম উদ্দিন চৌধুরী মাস্টার্স অব সাইন্স, জয়নাল আবেদীন জুয়েল স্বশিক্ষিত, হাবিবুর রহমান পংকি এইচএসসি, কাজী মো. রুনু মিয়া মঈন ও মো. রকিবুজ্জামান স্বশিক্ষিত। অপর প্রার্থী মো. রমজান আলীর শিক্ষাগত যোগ্যতা হলফনামায় স্পষ্ট নয়।
৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনজুর আহমদ মনজু ও সৈয়দ আহমদ আলী স্বশিক্ষিত এবং জাহাঙ্গীর আলমের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি।
৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. রাজা মিয়া, বদরুর রহমান বাবর ও এ এইচ এম জহিরুল হকসহ তাদের তিনজনই স্বশিক্ষিত। হিরণ মাহমুদ নিপু এইচএসসি, সৈয়দ জয়নাল আবেদীন আহমদ ¯œাতকোত্তর, তজমুল ইসলাম স্বশিক্ষিত ও এস এম আলী হোসেন শিক্ষাগত যোগ্যতার জায়গায় কোনো তথ্য দেননি।
৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোয়াজ বিন আজহার বিএ (পাস), মো. পারভেজ আহমদ এসএসসি, বিজিত লাল দাস এইচএসসি, রফিকুল ইসলাম অষ্টম শ্রেণি, বিপ্লব চক্রবর্তী বিএসসি অনার্স, মো. রিয়াজ মিয়া এসএসসি, কবির আলম অষ্টম শ্রেণি, নজরুল ইসলাম নাজু স্বশিক্ষিত, শায়খুল ইসলাম এসএসসি, দিলোয়ার হোসেন জয় স্বশিক্ষিত, আলী হোসেন ও আব্দুর রাজ্জাক ডালিম অষ্টম শ্রেণি ও শেখ লোকমান মিয়া এসএসসি বলে তথ্য দিয়েছেন।
৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. গিয়াস উদ্দিন স্বশিক্ষিত, মো. আজিজুর রহমান সুমন এলএলবি, বেলাল আহমদ আলিম, মো. আল আমিন এসএসসি, কামরুল হাসান নূর বিএসসি অনার্স, আক্তার হোসেন এসএসসি, উসমান হারুন পনির, মো. হেলাল উদ্দিন ও মো. জাকারিয়াসহ তাদের তিনজনই স্বশিক্ষিত।
৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমান খোরাসানী বিএসসি-বিএড, আমির উদ্দিন আহমদ অষ্টম শ্রেণি, আলতাফ হোসেন সুমন ও ফজলুল করিম (ফুল মিয়া) স্বশিক্ষিত, রেজাউল রহমান মোস্তাক এমএসসি, শাহাব উদ্দিন লাল ও মাসুম আহমদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি।
৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী আব্দুস শহীদ অষ্টম শ্রেণি, এস এম জুলফিকার আলী স্বশিক্ষিত, সামরান সাবের এসএসসি, আব্দুল হাছিব বিএসএস, লিটন আহমদ এইচএসসি, রাজ কুমার পাল রাজু ডিপ্লোমা ইন কমার্স, কামাল আহমদ কাবুল অষ্টম শ্রেণি ও তারেক আহমদ বিএ’র তথ্য উল্লেখ করেছেন।
৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জিয়াউর রহমান ডিপ্লোমা ইন কমার্স, রফিকুল ইসলাম রফু স্বশিক্ষিত, মো. খসরুজ্জামান এলএলবি, নাজির আহমদ স্বপন দশম শ্রেণি, মনজুর আহমদ অষ্টম শ্রেণি, মো. আল আমিন স্বশিক্ষিত, মোহাম্মদ রাজ্জিক অষ্টম শ্রেণি, শাহীন আহমদ স্বশিক্ষিত, দিবাকর দেবনাথ ও ফখরুল আলম অষ্টম শ্রেণি এবং আক্তার হোসেনের শিক্ষাগত যোগ্যতা এমএসএস।
৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা আব্দুল হাফিজ খান কামিল, আব্দুল কাদির ছাদেক এসএসসি, নজরুল ইসলাম কামাল নবম শ্রেণি, মতিউর রহমান ও রিহাদ আহমদ স্বশিক্ষিত, আলতাফুর রহমান এসএসসি, সাইফুল আলম স্বশিক্ষিত, বদরুল আলম এসএসসি, মনজুরুল আরিফিন শিকদার (সুমন) এসএসসি ও আবুল কালাম মনছুর অষ্টম শ্রেণি বলে হলফনামায় উল্লেখ করেছেন।