কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৩, ৫:৩৮:৫৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির রিসার্চ, পাবলিকেশন ও কোলাবোরেশান সেলের (আরপিসিসি) আমন্ত্রণে কানাডার রেজিনা বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের একটি প্রতিনিধি দল গত ৬ জুন লিডিং ইউনিভার্সিটি পরিদর্শনে আসেন। রেজিনা বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট ভাইস-প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল) হারুন চৌধুরীর নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন স্টিভেন সাং এবং এ এইচ এম ফজলে রাব্বি চৌধুরী।
প্রতিনিধি দলের সাথে লিডিং ইউনিভার্সিটির বোর্ডরুমে দুই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কোলাবোরেশানের সম্ভাব্য বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনায় লিডিং ইউনিভার্সিটির আরপিসিসির পরিচালক রফিকুল ইসলাম, আইকিউএসি এর পরিচালক ড. মো. রেজাউল করিম এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম অংশগ্রহণ করেন। এসময় তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও একাডেমিক সক্ষমতা তুলে ধরেন এবং কোলাবোরেশানের মাধ্যমে সৃষ্ট শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সুযোগ-সুবিধার দিকে আলোকপাত করেন। আলোচনা পরবর্তী লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কাজী আজিজুল মাওলার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডা রেজিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। তারা লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগ ও ক্যাম্পাস ঘুরে দেখেন।