মতবিনিময়কালে আনোয়ারুজ্জামান চৌধুরী
দেশে-বিদেশে জগন্নাথপুরের সুনাম রয়েছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৩, ৫:০৬:২১ অপরাহ্ন
ডাক ডেস্ক : জগন্নাথপুর উপজেলাবাসীর সাথে নিজের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক উল্লেখ করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, দেশে-বিদেশে জগন্নাথপুরের অধিবাসীরা অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন। তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমার প্রচুর বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন আছেন যারা জগন্নাথপুরের অধিবাসী। তাদের ভালোবাসায় আমি ধন্য।
গতকাল শনিবার বিকেলে নগরীর দরগাগেইটস্থ শহীদ সুলেমান হলে সিলেটে বসবাসরত জগন্নাথপুরবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জগন্নাথপুর উপজেলা সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য আরিফ মিয়ার সভাপতিত্বে ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা। পাশাপাশি তিনি সাধারণ মানুষেরও প্রাণের নেতা। জনগণের কাছের মানুষ। সিলেট সিটি কর্পোরেশনের সুষম এবং কাংখিত উন্নয়নের জন্য তার মতো একজন নেতা খুবই প্রয়োজন।
সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, আজিজুস সামাদ আজাদ ডন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ সভাপতি হরমুজ আলী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম, সুনামগঞ্জ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বির আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহবায়ক হাবিবুর রহমান সেলিম, সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মল্লিক শাকুর ওয়াদুদ, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আওয়ামী লীগ নেতা আজিব উল্লাহ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দীপ সূত্রধর বীরেন্দ্র, ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিটু, কোহিনুর রহমান, বনশ্রী দাশ অপু, সাইফুল আলম সিদ্দিকী টিপু, জিয়াউল হক, সুজেল আহমদ তালুকদার, আলী হোসেন, রনি রাজ প্রমুখ।
বিডিইআরএম’র মতবিনিময় সভা
সিলেট জেলা ও মহানগর দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারুজ্জামান চৌধুরীর চালিবন্দরস্থ বাসভবনে গতকাল শনিবার সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিডিইআরএম এর সভাপতি স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও সহ-সভাপতি শ্রীমতি লালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। মতবিনিময় সভায় দলিত সম্প্রদায়ের শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সভাপতি বলেন, এই মহানগরীতে যুগ যুগ ধরে আমরা মানবেতর জীবনযাপন করে আসছি। আমাদের দাবি- শিক্ষা, চিকিৎসা, অন্য, বস্ত্র ও বাসস্থান। মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী দাবিগুলোর সাথে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।