নগরীর ৪২টি ওয়ার্ডে পরিকল্পিত উন্নয়ন করা হবে —নজরুল ইসলাম বাবুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৩, ৫:১৬:০৪ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, আমি নগরবাসীর একজন সেবক হতে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি। ইনশাআল্লাহ আমি যদি মেয়র নির্বাচিত হই, তাহলে একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে ৪২টি ওয়ার্ডে পরিকল্পিতভাবে উন্নয়ন করব।
গত শুক্রবার সন্ধ্যায় নগরীর ১০নম্বর ওয়ার্ডের কানিশাইলে লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্যসচিব সাইফুদ্দিন খালেদ, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুস শহিদ লস্কর বশির, হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি ক্বারী মাওলানা একরামুল আজিজ।
খায়রুল আলম সবুজের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, কানিশাইল পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন, প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থার সভাপতি মনসুর আলম, সদস্য আব্দুর রহিম আফজল, জেলা জাপার সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান জামাল আহমদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার, জেলা যুব সংহতির আহ্বায়ক মর্তুজা আহমদ চৌধুরী, এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল কাইয়ুম, কুতুব উদ্দিন, জামাল আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আব্দুল হালিম হীরা। নির্বাচনী মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য মুরব্বীয়ান, যুব সমাজ উপস্থিত ছিলেন।
এদিকে রাত ৮টায় সাগরদিঘীরপাড়, নরসিংটিলা, মনিপুরী পাড়ায় আয়োজিত মতবিনিময় সভায়ও তিনি বক্তব্য রাখেন। নীল কান্ত সিংহের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্যসচিব সাইফুদ্দিন খালেদ, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব আব্দুস শহিদ লস্কর বশির, ক্ষীর সিংহ, লক্ষ্মী কান্ত সিংহ, নবীন সিংহ, লক্ষ্মী বাবু, নিরেন সিংহ, কান্ত সিংহ, অতুল সিংহ প্রমুখ।