শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে পৃথক কর্মসূচিতে পরিকল্পনামন্ত্রী
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৩, ৯:৪৬:৪৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ ও জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বিরোধী দলকে ইঙ্গিত করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমরা কাজের লোক, কাজ করি। হাওরে ও শহরে কাজ করি। একদল আছেন আমাদের সমালোচনায় তারা সব সময় মত্ত থাকেন অথচ আমরা যখন পানির নিচে হাবুডুবু খাই তখন কেউ দেখতে আসেন না আমাদেরকে সান্ত¦না দেওয়ার সময় থাকে না। অথচ শেখ হাসিনা সব সময় আমাদের দেখেন, খোঁজখবর রাখেন। পানি আসার আগে কর্মকর্তা পাঠিয়ে খবর নেন, ত্রাণ পাঠান, নগদ টাকা দেন ও মোবাইল ফোনে টাকা দেন। হাওরের মানুষ, সুনামগঞ্জের মানুষের প্রতি শেখ হাসিনার মায়া আছে। রানীগঞ্জের সেতু করেছেন এবার সদরপুর ও ভমবমি বাজারের সেতুর কাজের উদ্বোধন হচ্ছে। তাড়াতাড়ি সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে।
গতকাল শনিবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলার সদরপুর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ক চার লেনে উন্নীত করা হবে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, আগামীতে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়ককে চার লেনে উন্নীত করা হবে। যাতে দ্রুত সময়ের মধ্যে সুনামগঞ্জের মানুষ নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিলেট জোন) মো. ফজলে রাব্বি। এ সময় উপস্থিত ছিলেন সড়ক বিভাগ, সিলেট’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত, জেলা পুলিশ সুপার মো. এহসান শাহ, সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, সুনামগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, পরিকল্পনামন্ত্রীর ছেলে শাদাত মান্নান অভি, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সালাহ উদ্দিন সোহাগ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ।
এদিকে, দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত এক হাজার মানুষের মধ্যে নলকূপ ও ল্যাট্রিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন এর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মন্ত্রী পুত্র ব্যাংকার শাহাদাত মান্নান অভি প্রমুখ।
এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, আমি গত ১৫ বছর ধরে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে আপনাদের জন্য কাজ করেছি। আগামী দিনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আপনাদের সমর্থন নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই।
তিনি বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে এসব ষড়যন্ত্রে ভয়ের কোন কারণ নেই। আমরা ভেদাভেদভূলে দেশের জন্য কাজ করতে চাই।
পরে পরিকল্পনামন্ত্রীসহ অতিথিরা দুইশত হতদরিদ্র পরিবারের হাতে একটি করে নলকূপ ও আটশত পরিবারের হাতে একটি করে স্যানেটারি ল্যাট্রিনের স্লিপ তুলে দেন।