জামায়াতকে মাঠে নামিয়ে অগ্নি-সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: কাদের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৩, ৯:৪৮:১৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : “দেশব্যাপী আবারও সন্ত্রাসী কর্মকা- এবং অগ্নি-সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি” বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, “যারা এই দেশের পনেরো আগস্টের হত্যাকা- ঘটিয়েছে, জেলখানায় চার নেতাকে হত্যা করেছে, একুশে আগস্টে গ্রেনেড হামলা যারা করেছে তারা কারা? এরা বিএনপি।”
গতকাল শনিবার রাজধানীর নিকুঞ্জে “বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের”বিরুদ্ধে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, “যারা আমার দেশের অগণিত মায়ের কোল খালি করেছে। যারা আমার দেশের লাশের পর লাশ, লাশের পাহাড় সৃষ্টি করেছে। যারা রক্তে রক্তে বাংলাদেশকে রক্তের দরিয়া বানাতে চায়, সেই অপশক্তি জামায়াত মাঠে নেমেছে। জামায়াত মাঠে নামে নাই, তাদের মাঠে নামিয়েছে তাদের বিশ্বস্ত ঠিকানা, তাদের আসল মুরুব্বি বিএনপি।”
ওবায়দুল কাদের আরও বলেন, তারা (জামায়াত) নির্বাচনে নিবন্ধিত দল নয়, কিন্তু তাদের নামানোর অর্থ হলো বিএনপি আগুন-সন্ত্রাসের জন্য প্রস্তুত হচ্ছে। বিএনপি আবারও ভাঙচুর করবে, আগুন নিয়ে বাস পোড়াবে, মানুষ পুড়িয়ে মারবে। ক্ষমতার জন্য তারা পারে না এমন কোনো অপকর্ম নেই। তারা ক্ষমতায় এলে এই দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার আদর্শ গিলে খাবে, ভোটের বাক্স গিলে খাবে। আবারও হাওয়া ভবন খুলে লুটপাট করবে। ক্ষমতায় এলে বিদ্যুতের জায়গায় খাম্বা আসবে।
সংলাপ নিয়ে বিএনপির মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নাকি দু’বার প্রতারণা করেছি। আমরা তো আপনাদের ডাকছি না। সাধিলে আবার খাইব সেটা আমরা জানি।’