আমি পেশীশক্তি প্রদর্শনে বিশ্বাসী নই —নজরুল ইসলাম বাবুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৩, ৮:০৪:৫৯ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, “আমি পেশীশক্তি প্রদর্শনে বিশ্বাসী নই। প্রতিনিয়ত প্রার্থীগণ আচরণবিধি লঙন করেই চলেছেন। কিন্তু নির্বাচন কমিশনের কোন ভ্রুক্ষেপ নেই। আমি বার বার অভিযোগ করা সত্ত্বেও কোন সদুত্তর পাইনি। ফলে আমি নির্বাচন নিয়ে শংকিত আছি।”
গতকাল রোববার বিকেলে নগরীর ৯নম্বর ওয়ার্ডের এতিম স্কুল রোডের সিটি আবাসিক এলাকা, বৃহত্তর বাগবাড়ির নরশিংটিলাসহ অন্যান্য পাড়া মহল্লায় গণসংযোগকালে তিনি এমন মন্তব্য করেন। গণসংযোগকালে নজরুল ইসলাম বাবুলের সাথে জাতীয় পার্টির স্থানীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।