নির্বাচিত হলে সবুজ ও পরিচ্ছন্ন নগরী উপহার দেবো
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৩, ৮:০৮:৫২ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেট সিটি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে সিলেট হবে একটি আধুনিক স্মার্ট সিটি। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন নগরী উপহার দেবো। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র নগরীর উন্নয়নের যে আমানত ন্যাস্থ করেছেন আমি আমার জীবন দিয়ে হলেও তা রক্ষা করবো। আপনাদের মূল্যবান ভোট দিয়ে নৌকা প্রতীককে জয় যুক্ত করুন। আমি আপনাদের ভোটের অমর্যাদা করবো না।
গতকাল রোববার রাতে সিলেট নগরীর শাহীঈদগাহ পয়েন্টে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামীলীগের সহসভাতি এডভোকেট শাহ মশাহিদ আলীর সভাপতিত্বে এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক মোস্তাক আহমদ পলাশের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামীলীগের সহসভাপতি ফয়জুর আনোয়ার আলাওর, নরুল ইসলাম পুতুল, মহানগর আওয়ামীলীগের
কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দীন মানিক, মহানগরের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুর কাদির এলিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জুবের খান, আওয়ামীলীগ নেতা আকবর হোসেন সেলিম, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আলিমুজ্জামান, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান, খসরুজ্জামান খসরু, কুতুব উদ্দীন, সেজুয়ান আহমদ, আলকাছ মিয়া, ফজলুর রহমান, আব্দুল মুকিত, আব্দুস সালাম ফারুক, মাহবুব আহমদ, যুক্তরাজ্য যুবলীগ নেতা এমদাদুর রহমান ফরহাদ, জামাল খান, সফিকুল ইসলাম চৌধুরী, এনামুল হক এনাম প্রমুখ।