তেতলি ইউনিয়ন বিএনপির সভা
ক্ষমতা হারানোর ভয়ে সরকার পাগল প্রায় —–কাইয়ুম চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৩, ৮:৩১:৫২ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকার ক্ষমতা হারানোর ভয়ে এখন পাগলপ্রায় হয়ে গেছে। তাই সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, সরকারের লাগামহীন দুর্নীতি আর লুটপাটের কারনে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল হু হু করে বাড়ছে। দেশের মানুষ আজ ভালো নেই। সরকার জনগণের ভাষা বুঝতে চাচ্ছেনা। অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন দিতে হবে। গতকাল রোববার সন্ধ্যায় দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ সুরমা উপজেলার তেতলী
ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাদেক আহমদ এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ, বিএনপি নেতা এনামুল হক ইকবাল, অলিউর রহমান চেয়ারম্যান, আব্দুল মুনিম ছইল মিয়া, মুক্তার হুসেন, আব্দুর রহিম, আব্দুল গফফার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, আলা উদ্দিন মেম্বার, রিপল আহমদ, রাসেল আহমদ,আব্দুল মালিক, তজমুল আলী আরশ আলী, কয়েছ আহমদ, ফয়ছল আহমদ, জামিল আহমদ, তেরা মিয়া, আজির উদ্দিন প্রমুখ।-বিজ্ঞপ্তি