কোন ষড়যন্ত্রই আমাকে দমিয়ে রাখতে পারবে না —–নজরুল ইসলাম বাবুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৩, ৪:০৮:০৪ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী, সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল বলেছেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা উঠে পরে লেগেছে। কিন্তু কোন ষড়যন্ত্রই আমাকে দমিয়ে রাখতে পারবে না।
গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর মাছিমপুরের শাহজালাল ব্রীজের পাশে ২৩ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এলাকার বিশিষ্ট মুরব্বী সাজিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুশ শহীদ লস্কর বশির। সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহীনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা এমাদ উদ্দিন রাজু। বক্তব্য রাখেন জাপা নেতা সেবুল আহমদ তালুকদার, সিলেট জেলা যুব সংহতির আহবায়ক মরতুজা আহমদ চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এম বরকত আলী, আব্দুল হান্নান রুমন, আব্দুল আহমদ প্রমুখ।