পথসভায় আনোয়ারুজ্জামান চৌধুরী
জয়ী হলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৩, ৪:১৮:১৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নৌকা জয়ী হলে সিলেটে ব্যবসায়ীদের সব অসুবিধা দূর করার পাশাপাশি তাদের সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে। যাবতীয় অশান্তির কারণ দূর করে সর্বক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো। তিনি বলেন, সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতাদের সাথে আলাপ করছি। সমস্যাগুলো জানার পাশাপাশি তা সমাধানের উপায় নিয়েও কাজ করছি।
গতকাল সোমবার বেলা ১২টার দিকে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে ও পরে তিনি বাবনা পয়েন্ট এলাকায় স্থানীয় ব্যবসায়ী পথচারী ও অধিবাসীদের সঙ্গে কথা বলেন ও লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী সয়ফুল, সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম, সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিম, শাহ মো. দিলওয়ার, মো. দিলু মিয়া, আব্দুস সালাম ছাড়াও বিভিন্ন ইউনিয়নের মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।
বিনয় ভূষণ তালুকদারের গণসংযোগ
সুনামগঞ্জ-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষণ তালুকদার ভানু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং সিলেট সিটিকে একটি স্মার্ট নগরী গড়ে তোলার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি মানুষের কল্যাণে। মানুষের সেবাই আওয়ামী লীগের কাছে মুখ্য।
গতকাল সোমবার বিকেলে বিনয় ভূষণ তালুকদার ভানুর উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকাবাসীর সাথে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে দিনব্যাপী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, চেয়ারম্যান ও সিলেটস্থ ভাটি বাংলার নেতৃত্ব দেবেশ তাং, রতি লাল দাশ, ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও প্রিন্সিপাল মো. আনোয়ার হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ডা. আরমান আহমদ শিপলুর লিফলেট বিতরণ
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে লিফলেট বিতরণ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
গতকাল সোমবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সিটি মার্কেট, বন্দরবাজার, লালদিঘীরপাড়সহ আশপাশ এলাকায় তিনি লিফলেট বিতরণ করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হকার্সলীগ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও ১৪নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি মানিকুল ইসলাম মানিক, কামাল আহমদ, আবুল বশর, কুদ্দুস মিয়া, রফিক মিয়া, জাফর মিয়া, বেলাল আহমদ, রনি, অপু, নাহিদ, জুবায়ের, ফয়ছল, শাহান, রাবি প্রমুখ।
ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের লিফলেট বিতরণ
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রর্তীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে গতকাল সোমবার নগরীর জিন্দাবাজারে বিভিন্ন বিপণী বিতানে লিফলেট বিতরণ করেছেন ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেণ, ল’ কলেজ ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. জাকারিয়া আহমদ জাকির, সাধারণ সম্পাদক রওশনারা জাহান সুমী, সহ সভাপতি শেখ শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিতারা বেগম, অর্থ বিষয়ক সম্পাদক লিপি বেগম, দপ্তর সম্পাদক ইকওয়ান আহমেদ, প্রচার সম্পাদক শুকরিয়া শারমিন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন, ছাত্রী বিষয়ক সম্পাদক দিলারা বেগম, উন্নয়ন বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারজাহান আক্তার লিপি, সাংস্কৃতিক সম্পাদক সোনিয়া আক্তার, ফাতেমা বেগম, ত্রাণ বিষয়ক সম্পাদক রিতা বেগম, সমাজকল্যাণ সম্পাদক সুলাইমান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি