দানবীর ড. রাগীব আলীর সাথে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের মতবিনিময়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৩, ৬:০০:৩৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : বহুমাত্রিক সেবার অঙ্গনে কিংবদন্তি দানবীর ড. রাগীব আলীর সাথে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হন। গতকাল সোমবার বিকেলে সিলেট নগরীর মালনীছড়াস্থ ড. রাগীব আলীর বাংলোতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক এর সম্পাদক সৈয়দ আব্দুল হাই টিপু, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সিলেট মহানগর শাখার সাবেক সদস্য সচিব মোঃ লুৎফুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় আজীবন সদস্য মীর মোশাররফ হোসেন, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক, কবি ও লেখক দেওয়ান মাহমুদ রাজা, বিভাগীয় উন্নয়ন পরিষদের নেতা শাহ নেওয়াজ, আব্দুল মালিক প্রমুখ।
মতবিনিময় সভায় সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি দানবীর ড. রাগীব আলী বলেন, অসংখ্য প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখবো। সিলেটের উন্নয়নে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের অনেক অবদান রয়েছে। সেই অবদানকে অনুসরণ করে সংগঠনের কেন্দ্রীয়, সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি বলেন, আমার সহধর্মীণি মহীয়সী নারী রাবেয়া খাতুন চৌধুরী আমাকে মানবসেবামূলক কাজে উৎসাহ দিয়েছেন। আজ তিনি নেই। তাঁর রুহের মাগফেরাতের জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, এই পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকবেন না। তাই বেঁচে থাকা অবস্থায় দেশ, জাতি ও মানবকল্যাণে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় বিভাগ উন্নয়ন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ-আলোচনা করা হয়। শেষ পর্বে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মাহফিলে দানবীর ড. রাগীব আলী ও তাঁর ছেলে সৈয়দ আব্দুল হাই টিপুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং মরহুমা রাবেয়া খাতুন চৌধুরীর রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আব্দুল মালিক।