আধুনিক নগরী গড়তে ১শত বছরের মাস্টারপ্ল্যান করবো —আনোয়ারুজ্জামান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৩, ১১:৫১:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের স্থানীয় তরুণ পেশাজীবী ও উদ্যোক্তাদের উদ্যোগে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে অনুষ্ঠিত হলো এক মতবিনিময় সভা। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তরুণ পেশাজীবী ও উদ্যোক্তারা শুরুতে নগরভবন নিয়ে তাদের প্রত্যাশা ও প্রস্তাবনা তুলে ধরেন। সম্পূর্ণ ডিজিটালাইজড নগরভবন, জনশক্তিকে আরও দক্ষ করা, গ্রিন ও স্মার্ট নগরী গড়ে তুলতে মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, কর্মীদের সেবা প্রদানের মানসিকতা বৃদ্ধি ও উদ্বুদ্ধ করার প্রস্তাবকে স্বাগত জানিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, একটি স্মার্ট সিটির জন্য অবশ্যই স্মার্ট নগরভবন জরুরি। নগরীর পয়োঃনিষ্কাশন ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা দূর করার প্রস্তাবের ব্যাপারে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, পয়োঃনিষ্কাশন ব্যবস্থা আরও মজবুত করতে পূর্বগবেষণামূলক স্যানিটেশন সলিউশনের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন জরুরি। আর জলাবদ্ধতা দূর করতে দখল হওয়া ছড়াগুলো উদ্ধার করে বৃষ্টির পানিপ্রবাহ অবাধ করতে হবে।
এছাড়া আধুনিক বর্জ্যব্যবস্থাপনা, পরিচ্ছন্ন নগরী ও জনস্বাস্থ্যের উন্নয়নের ব্যাপারে বিজ্ঞানসম্মত পদক্ষেপ গ্রহণ, পরিকল্পিত গণপরিবহন ব্যবস্থা চালু ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সুরমার নাব্যতাবৃদ্ধি ও অকাল বন্যা প্রতিরোধ, বিশুদ্ধ পানি সরবরাহ, পুরনো কারাগারের জায়গায় বঙ্গবন্ধু জাতীয় উদ্যান ও একটি স্মৃতিসৌধ নির্মাণ, কর্মমুখী শিক্ষাপ্রতিষ্ঠান ও দক্ষ জনশক্তি তৈরির জন্য প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের বিষয়টি স্থান পায়।
প্রতিটি বিষয় নিয়ে আলাদাভাবে প্রশ্ন রাখেন তরুণ সমাজের প্রতিনিধি ও উদ্যোক্তারা। আনোয়ারুজ্জামান চৌধুরীও আলাদাভাবে উত্তর দেয়ার পাশাপাশি নিজের চিন্তাভাবনাগুলোও তাদের সামনে তুলে ধরেন।
সবশেষে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের সবার ভালোবাসার নগরী এই সিলেট। আপনাদের প্রায় সবগুলো প্রস্তাব কেবল আপনাদেরই নয়, আমারও। আমি নির্বাচিত হলে এগুলো অবশ্যই বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করবো এবং আধুনিক নগরী গড়তে ১শ’ বছরের মাস্টারপ্ল্যান করবো ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সাংবাদিক ইকরামুল কবির, চেম্বারের সভাপতি তাহমিন আহমদ, উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, লিডিং ইউনিভার্সিটির শিক্ষক স্থপতি রাজন দাশ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক কৌশিক সাহা, ব্যবসায়ী ও উদ্যোক্তা ইমরান আহমদ, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক ফরহাদ কোরেশি, ব্যাংকার রেজাউর রহমান, তারেক আহমদ চৌধুরী, কামরান আহমদ, ব্যবসায়ী সুমন ভট্টাচার্য্য, ক্যাটারিং ব্যবসায়ী শান্ত দেব, নির্মাতা উত্তম কুমার সিংহ।
এছাড়াও, তরুণ পেশাজীবীদের মধ্যে চিকিৎসক, স্থপতি, আইনজীবী, শিক্ষক, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, নারী উদ্যোক্তা, এসএমই, জেসিআই, ব্যাংক বীমা প্রতিষ্ঠানের ঊর্ধবতন কর্মকর্তা, উইমেন চেম্বারের সদস্য, সাংবাদিক, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
১৪ দলের পথসভা ও গণসংযোগ : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১৪ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা প্রতীকের সমর্থনে ১৪দল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর আম্বরখানা পয়েন্টে এই পথসভা অনুষ্ঠিত হয়।
গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখার সভাপতি আরিফ মিয়ার সভাপতিত্বে ও জেলা জাসদের সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরীর পরিচালনায় অনু্ষ্িঠত পথসভা শেষে সিলেট জেলা ১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে নগরীর আম্বরখানা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত গণসংযোগ করা হয়।
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক
জুনেদুর রহমান চৌধুরী, মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্যামল কাপালী, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি সিকান্দর আলী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দীনবন্ধু পাল, সাম্যবাদী দল জেলা সম্পাদক ব্রজগোপাল চৌধুরী, আজাদ আলী তালুকদার, জাতীয় পার্টি (জেপি) জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন,ওয়ার্কার্স পার্টির আব্দুল্লাহ খোকন, মহিতোষ চৌধুরী, হিমাংশু মিত্র, মাসুদ রানা চৌধুরী, বিজয় করিম, জাসদ নেতা আমিরুল ইসলাম চৌধুরী, নাজমুল হক, শাহজাহান জুবেরী, মাহমুদুল হক চৌধুরী, সাম্যবাদী দলের ফজল আহমদ, শেখর ঘোষ, নিবাস চক্রবর্তী, গণতন্ত্রী পার্টির গুলজার আহমদ, আজিজুর রহমান খোকন প্রমুখ।
গণসংযোগ শেষে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সভায় শফিকুর রহমান চৌধুরী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় আস্থা রাখুন।
উপশহরস্থ এবিসি পয়েন্টে নির্বাচনী পথসভা : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটের উন্নয়নের ব্যাপারে কোন আপস করবো না। কারণ, আমার রাজনীতিতে আসার উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা ও সিলেটবাসীর উন্নয়ন। যুগান্তকারী উন্নয়ন উপহার দিয়েই আমি সিলেটবাসীর সেবা করতে চাই।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সিসিক’র ২২নম্বর ওয়ার্ডের উপশহরস্থ এবিসি পয়েন্টে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১০ বছরে এই মহানগরীর মানুষের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, উন্নয়নের বদলে নগরবাসীকে উন্নয়ন দুর্ভোগ উপহার দেয়া হয়েছে। সভার আগে ও পরে আনোয়ারুজ্জামান চৌধুরী দলীয় নেতাকর্মীদের নিয়ে উপশহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
২২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মো: নিজাম উদ্দিন, মহানগরের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ সেলিম, জেলার দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, কার্যনির্বাহী সদস্য আবদাল মিয়া, আব্দুল বারী, ডা: নাজরা চৌধুরী, আব্দুল আজিম জুনেল, খলিল আহমদ, শিপা বেগম শুপা, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এডভোকেট বিজয় কুমার দেব বুলু, ফজলে রাব্বি মাসুম সহ প্রবাসী নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এডভোকেট রাজ উদ্দিনের নেতৃত্বে গণসংযোগ : বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সিলেটের সরকারি কৌসুলি (জিপি) এডভোকেট রাজ উদ্দিন এর নেতৃত্বে নগরীর ৩নং ও ৭নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী’র নৌকা সমর্থনে জনসংযোগ করেন, জনসংযোগে অংশগ্রহণ করেন, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা এড. সাহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এড. আলা উদ্দিন এপিপি, এড. মনির উদ্দিন এপিপি, সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, আনহার মিয়া, প্রভাষক তপন চন্দ্র পাল, অধ্যক্ষ ধীরেন্দ্র কুমার দাস, ইন্সট্রাক্টর পিটিআই একেএম ফজলুল হক প্রমুখ।