কাল বদর উদ্দিন আহমদ কামরানের ৩য় মৃত্যুবার্ষিকী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৩, ১১:৫৫:১৯ অপরাহ্ন

ডাক ডেস্ক ঃ সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- খতমে কোরআন, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও শিরনী বিতরণ। ১৪ জুন বাদ এশা খতমে কোরআন ও দোয়া, ১৫ জুন বৃহস্পতিবার মরহুমের ছড়ারপাড়স্থ বাড়িতে বেলা ১১.৩০ মিনিটে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং একই দিন বাদ জোহর নগরীর বিভিন্ন মসজিদে দোয়া ও শিরনী বিতরণ করা হবে।
বদর উদ্দিন আহমদ কামরানের বিদেহী আত্মার শান্তি কামনা করে সকলের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তার সহধর্মিণী আছমা আখতার কামরান।
উল্লেখ্য, বদর উদ্দিন আহমদ কামরান ২০২০ সালের ১৫ জুন ভোর রাতে করোনা মহামারিতে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।