রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৩, ১১:৪৮:৫৯ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে গতকাল বুধবার সকাল ১১টায় রথযাত্রা উপলক্ষে রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এসএমপি’র সদর দপ্তর সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসএমপি’র পুলিশ কমিশনার মো. ইলিয়াস শরীফ, বিপিএম (বার), পিপিএম সভাপতির বক্তব্যে সকলের সার্বিক সহযোগিতা নিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদার সাথে নিশ্চিদ্র নিরাপত্তায় রথযাত্রা উদযাপনের জন্য সিলেট মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আব্দুল ওয়াহাব, সহ-অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ। এছাড়া, আরোও উপস্থিত ছিলেন শ্রীশ্রী কৃষ্ণ-বলরাম জিউর আখড়ার সভাপতি প্রশান্ত সিংহ, শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ার সভাপতি পঞ্চুত সিংহ, শ্রীশ্রী রাধাকৃষ্ণ জগন্নাথ মণিপুরী মন্দিরের সভাপতি সুরজিত সিংহ, শ্রীশ্রী নরসিংহ জিউর আখড়ার সভাপতি এডভোকেট গৌতম দাস, শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউর মন্দিরের সভাপতি অশোক শর্ম্মা, শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ার সভাপতি রতন কুমার সিংহ, ইসকন সিলেট এর সভাপতি নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী প্রমুখ। বিজ্ঞপ্তি